Sunday, November 9, 2025

দুঃস্থের সহায়: ইরাদেবীর বাড়িতে গেল অভিষেকের ‘দূত’, মিলল সাহায্য

Date:

পঞ্চায়েত নির্বাচনকে নজরে রেখে জনসংযোগ কর্মসূচিতে বেরিয়েছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ যেখানেই যাচ্ছেন কার্যত জনস্রোতে ভাসছেন তিনি। মিশে যাচ্ছেন মানুষের সঙ্গে, শুনছেন তাদের অভাব অভিযোগের কথা। মিলছে চট জলদি সমাধানও। তেমনি জলপাইগুড়িতে জনসংযোগ কর্মসূচি চলাকালীন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) কাছে লক্ষীর ভান্ডার(Lakshmi Bhandar) পান না বলে অভিযোগ জানিয়েছিলেন ময়নাগুড়ি বাসিন্দা ৬৫ বছর বয়সী ইরা পাল। তার অভিযোগ শুনে বিষয়টি দেখার আর শাস্তি দিয়েছিলেন তৃণমূল সাংসদ। অবশেষে ইরা দেবীর বাড়িতে পৌঁছাল অভিষেকের দূত। একই সঙ্গে মিলল আর্থিক সাহায্য।

তৃণমূল সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লক্ষীর ভান্ডার না পাওয়ার অভিযোগ জানিয়েছিলেন ইরা পাল নামে বছর ৬৫-র এক মহিলা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনব এই প্রকল্পের সুবিধা পাওয়ার নির্দিষ্ট বয়স পেরিয়ে যাওয়ায় এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত তিনি। যদিও ৬৫ বছর বয়সে রাজ্য সরকারের আরও একটি জনপ্রিয় প্রকল্প বার্ধক্য ভাতার সুবিধা নেওয়ার জন্য জানানো হয় তাঁকে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে ইরা দেবীর হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক সাহায্য।

এদিন এক ভিডিও বার্তায় ইরা দেবীর সন্তান পার্থ পাল জানান, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর তাঁর প্রতিনিধি আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং আমার মাকে আর্থিক সাহায্য দেন। এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ।” পাশাপাশি তিনি বলেন, “যেহেতু আমার মা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার যোগ্য নয় সেহেতু অভিষেক বাবুর নির্দেশমতো আমরা আগামীকালই সমস্ত কাগজপত্র নিয়ে বার্ধক্য ভাতার জন্য আবেদন জানাচ্ছি।”

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version