Sunday, August 24, 2025

অ*গ্নিগর্ভ মণিপুরে নিত্যপ্রয়োজনীর জিনিসের দাম আকাশছোঁয়া!সিলিন্ডার ১৮০০ টাকা

Date:

সপ্তাহ কয়েকের বিরতির পরে নতুন করে হিংসা ছড়িয়েছে মণিপুরে । রাজধানী ইম্ফলের পূর্ব ও পশ্চিম অঞ্চল, বিষ্ণুপুর জেলায় গোলাগুলি চলছে। গুলিতে প্রাণ গেছে এক যুবকের, আহত আরও দু’জন। ইম্ফলে যুযুধান দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধায় সেনা এবং আধা সামরিক বাহিনীকে তলব করা হয়েছে। নতুন করে জারি করা হয়েছে কার্ফু।এই পরিস্থিতিতে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও লাগাতার বেড়ে চলেছে। এক মাসের ব্যবধানে অধিকাংশ জিনিসের দাম দ্বিগুণ হয়েছে। ফলে বাজারে গিয়ে রীতিমতো খালিব্যাগ নিয়ে ফিরতে হচ্ছে আম জনতাকে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কালোবাজারি রুখতে প্রশাসনের নির্বিকার মনোভাবে ক্ষুব্ধ মণিপুরবাসী।

আরও পড়ুন:উচ্চমাধ্যমিকের ফলে সন্তুষ্ট নয়? কীভাবে করবেন রিভিউ?

রাজধানী ইম্ফলে রান্নার গ্যাসের আকাল শুরু হয়েছে। সরবরাহ নেই বলে গ্রাহকদের কাছে গ্যাস সিলিন্ডার বিতরণ করছে না এলপিজি’র এজেন্সিগুলি। অথচ কালোবাজারে টাকা দিলেই মিলছে গ্যাস। রান্নার সিলিন্ডার গ্যাসের দাম নেওয়া হচ্ছে ১,৮০০ টাকা। শুধু গ্যাসই নয়, পেট্রলও মহার্ঘ হয়ে উঠছে। এক লিটার জ্বালানি তেলের দাম দাঁড়িয়েছে ১৭০ টাকা। ডিমের দাম ছয় টাকা থেকে বেড়ে হয়েছে ১০ টাকা। চালের দামও এক ধাক্কায় দ্বিগুণ হয়েছে। ৯০০ টাকার চাল বিক্রি হচ্ছে ১৮০০ টাকা।স্বভাবতই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তর॥
গত ৩ মে জনজাতি ছাত্র ইউনিয়নের মহামিছিলের পরেই নতুন করে অশান্ত হয়ে ওঠে মণিপুর। মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে অশান্তির ঘটনায় ৭০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। রাজধানী ইম্ফল, চূড়াচন্দ্রপুর-সহ একাধিক জেলায় নামাতে হয় সেনা। জারি করা হয় কার্ফু। অশান্তির কারণে ভিন রাজ্য থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী লরি ঢুকতে পারেনি পাহাড়ি রাজ্যে। ফলে জিনিসপত্রের আকাল দেখা দিয়েছে। আর তাতেই পোয়াবারো কালোবাজারিদের।

 

Related articles

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...
Exit mobile version