ব্যারাকপুর শ্যুট.আউটকাণ্ডে গ্রে*ফতার ১

ব্যারাকপুর শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার এক। সিসিটিভি ফুটেজ দেখে ধৃতকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তদের চিহ্নিত করে রাতভর তল্লাশি চালায় পুলিশ। এরপর ১ জনকে গ্রেফতার করা হয়েছে।বাকি ৩ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন:বারাকপুরে সোনার দোকানে খু*নে চাঞ্চ*ল্যকর তথ্য, বাড়িওয়ালার দিকে অভিযোগের আঙুল নি*হত নীলাদ্রীর বাবার
পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যক্তির নাম সানি, তার বাড়ি কামারহাটি এলাকায়। সূত্রের খবর,ঝাড়খণ্ডের ৩ দুষ্কৃতীর সঙ্গে যোগাযোগ ছিল সানির। সোনার দোকান রেইকি করেছিল সানি। এরপরই হাওড়া ব্রিজ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ডানলপের দিকে গিয়েছিল ২ মোটরবাইক। ২ মোটরবাইকে ২ জন ছিলেন।

বারাকপুরের ১৪ নম্বর রেলগেট সংলগ্ন ওল্ড ক্যালকাটা রোডের ধারেই রয়েছে সিংহ জুয়েলার্স। বুধবার সোনার দোকানে ছিলেন মালিক নীলরতন সিনহা, তাঁর ছেলে নীলাদ্রি এবং অন্যান্য কর্মচারীরা। স্থানীয়রা জানান, সন্ধে ৬টা নাগাদ দু’টি বাইকে করে চারজন এসে দোকানে ঢোকে। তাদের মুখে মাস্ক পরা ছিল। সেই সময় দোকানে অন্য কোনও ক্রেতা ছিল না বলেই খবর। ক্রেতা সেজে তারা প্রথমে সোনার দরদাম শুরু করে। অভিযোগ, তাদের মধ্যে একজন আচমকা আগ্নেয়াস্ত্র বের করে সোনার গয়না দিয়ে দিতে বলে।এরপর দোকানের মালিক গয়না দিতে রাজি না হলে শুরু হয় ধ্বস্তাধ্বস্তি। মালিকের ছেলে নীলাদ্রি বাধা দিতে এলেই ঘটে যায় অঘটন।
দুষ্কৃতীরা নীলাদ্রিকে লক্ষ্য করে গুলি চালায়। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন নীলাদ্রি। তাঁর কাঁধে ও বুকে বেশ কয়েকটি গুলি লাগে। ছেলেকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে নীলরতন দুষ্কৃতীদের উপর ঝাঁপিয়ে পড়েন। তখন নীলরতনকে লক্ষ্য করেও গুলি চালায় দুষ্কৃতীরা। তার হাঁটুর উপরের অংশে গুলি লাগে। নিরাপত্তারক্ষী দিলীপ সাহা মালিককে বাঁচাতে গেলে তারও পায়ে গুলি চালানো হয়।কিন্তু প্রাণে বাঁচেননি নীলাদ্রি। এরপরই শুরু হয় তল্লাশি। ঘটনার দেড়দিনের মাথায় অভিযুক্তদের মধ্যে ১ জনকে গ্রেফতার করে পুলিশ।

 


বিস্তারিত আসছে…