Thursday, November 13, 2025

আমার মাকে গালাগালি দেবে, আর আমি মাংস-ভাত খাওয়াব? বিস্ফোরক চিরঞ্জিৎ

Date:

জয়িতা মৌলিক:
“সকালে যে আমার মাকে গালাগালি দিয়েছে, বিকেলে আমি তাকে মাংস ভাত খাওয়াব! এটা আমি কিছুতেই করব না।” নিজের সিনেমায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) নেওয়া নিয়ে তৃণমূল (TMC) সাংসদ তথা অভিনেতা দেব ওরফে দীপক অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন চিরঞ্জিৎ। সম্প্রতি দেবের (Dev) প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি ‘প্রজাপতি’ ছবিতে অভিনয় করেছেন মিঠুন। আর এই প্রসঙ্গেই দেবকে ধুয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ (Chiranjit) ওরফে দীপক চক্রবর্তী।

আরও পড়ুন:ধর্মশালায় ঠান্ডা-ঠান্ডা, Cool-Cool শোভন-বৈশাখীর ‘জামাইষষ্ঠী’

মিঠুন চক্রবর্তীর সঙ্গে তো এককালে ভালো বন্ধুত্ব ছিল চিরঞ্জিতের! তাহলে এখন গোঁসা কেন?
চিরঞ্জিৎ বলেন, “পুরনো বন্ধুত্বে কোনও চির ধরেনি। এখনও ভালো বন্ধু”। তবে এখন বিষয়টা একেবারেই আলাদা। এখন মিঠুন এবং চিরঞ্জিত দুজনেই দুটো বিপরীত মেরুর রাজনৈতিক দলের নেতা।

তিনি যদি সিনেমা করেন তাহলে কখনোই মিঠুন চক্রবর্তীকে নেবেন না- সাফ জানালেন চিরঞ্জিৎ।
চিরঞ্জিতের মতে, মিঠুনকে কোনও সিনেমায় নেওয়া মানে, মিঠুনের মুখ দিয়ে দেড় লক্ষ পোস্টার পড়ছে। এই যে ‘প্রজাপতি’ করে ওর নাম বেড়ে গেল। তার মানে আমি ওকে আরও পপুলার হতে সাহায্য করছি। আর তার ফায়দা তো বিজেপি নেবে। সেই দল যে দল আমার নেত্রীকে দুবেলা গাল পাড়ে। “নরেন্দ্র মোদি কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে, “দিদি, ও দিদি” বলে কদর্য আক্রমণ করলেন, আর এই মিঠুন চক্রবর্তী সেই সময় মোদির পাশে দাঁড়িয়ে ছিলেন। আমি তাঁকে আমার ছবিতে নেব সেটা কখনোই হতে পারে না। আমি ঠিক এটাই বলেছি, দেবের জায়গায় থাকলে মিঠুনকে কখনোই ছবিতে নিতাম না”

পাল্টা চিরঞ্জিতের প্রশ্ন, “ওকে পাবলিসিটিটা আমি কেন দেব? বিজেপিরা বা অনুপম খের ছবি তৈরি করলে নিশ্চয়ই আমাকে নেবে না। দেবকে হিরো করবে না”।

এরপরই তোপ দেগে চিরঞ্জিৎ বলেন, “দেবের একটা কথা খুব গুরুত্বপূর্ণ। ও বলেছে, “সকালেই আমাদের পার্টিকে যা তা কথা বলছে, আর রাতে আমার বাড়ি এসে মাংস-ভাত খাচ্ছে”। আমি এটা কখনই করব না। সকালে আমার মাকে গালাগালি দিয়েছে, আর বিকেলে আমি তাকে মাংস ভাত খাওয়াব! যদি মিঠুন বিজেপি নেতা না হত, বা দেব তৃণমূল সাংসদ না হত- তাহলে এটা নিয়ে কোনও কথাই ছিল না।” এরপরেই তৃণমূল বিধায়ক স্পষ্ট জানান, “আমি ওকে (মিঠুনকে) সিনেমাতেই নেব না যতক্ষণ ও বিজেপির হয়ে কাজ করছে। যখন দুটো মানুষ সক্রিয়ভাবে বিরোধী রাজনীতি করছে তখন এটা হতে পারে না।”

এই বিষয়ে চিরঞ্জিতের স্পষ্ট মত, দুই ভাইও যদি বিপরীত দলের হয়ে ময়দানে খেলতে নামে তাহলে তারা কখনো একে অপরকে ছেড়ে কথা বলবে না। দুজনে দুজনের বিরুদ্ধে গোল দেবেই, আর এটাই নিয়ম। যতক্ষণ ময়দানে আছো, ততক্ষণ তুমি তোমার দলের হয়ে লড়বে। সেখানে উল্টোদিকে তোমার ভাই থাকলেও তোমাকে গোল করতে হবে। এ বিষয়ে চিরঞ্জিত চক্রবর্তী স্পষ্ট করে দেন, যদি দক্ষিণ ভারতের কোনও রাজনৈতিক দলের নেতা অভিনতা হন, তাহলে তাঁকে বাংলা সিনেমায় নেওয়া যেতে পারে। কারণ তিনি সরাসরি তৃণমূলের বিরোধী নন। কিন্তু যারা দুবেলা দলকে আক্রমণ করে, তৃণমূলের সক্রিয় সদস্য হিসেবে তাঁকে নিজের ছবিতে নেওয়া যায় না।

মিঠুন চক্রবর্তীর বারবার এই জার্সি বদলই কি তাঁর উপর চিরঞ্জিতের এত ক্ষুব্ধ হওয়ার কারণ?
দীপক চক্রবর্তীর মতে, “যে মমতা বন্দ্যোপাধ্যায়, মিঠুন চক্রবর্তীকে বিরাট জায়গা দিয়েছিলেন, তাঁকেই ছেড়ে চলে গিয়েছে মিঠুন। তাঁকে আমি কখনোই হাওয়া দেব না।” তবে তৃণমূল বিধায়কের মতে, বাধ্যবাধকতা থেকেই বিজেপিতে গিয়েছেন মিঠুন। পরোক্ষভাবে ‘বিজেপির ওয়াশিং মেশিন’ তত্ত্বের দিকেই আঙুল তুলেছেন চিরঞ্জিৎ।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version