Sunday, November 9, 2025

আয়কর মামলায় বড় ধাক্কা, সোনিয়া-রাহুলদের আবেদন খারিজ আদালতে

Date:

আয়কর মামলায় বড় ধাক্কা খেল গান্ধী পরিবার(Gandhi Family)। সোনিয়া গান্ধী(Sonia Gandhi), রাহুল গান্ধীদের(Rahul Gandhi) তরফে দায়ের করা আয়কর নির্ধারণ সংক্রান্ত পিটিশন খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট(Dekhi High Court)। এদিন বিচারপতি মনমোহন ও দীনেশ কুমার শর্মার ডিভিশন বেঞ্চে শুক্রবার রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, সঞ্জয় গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট, আপ-সহ অন্যান্যদের দায়ের করা আরজি খারিজ করে দেন।

আয়কর নির্ধারণ মামলা হস্তান্তরের ক্ষেত্রে আয়কর দফতর যে সিদ্ধান্ত নেয় তা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেছিলেন গান্ধী পরিবার সহ অন্যান্যরা। ‘ফেসলেস অ্যাসেসমেন্ট’ থেকে ‘সেন্ট্রাল সার্কলে’ তা ট্রান্সফার করার সিদ্ধান্তের প্রতিবাদ করে আদালতের দ্বারস্থ হন গান্ধীরা। তাঁদের পাশাপাশি আপ কিংবা সঞ্জয় গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের মতো পাঁচটি অলাভজনক সংস্থাও চ্যালেঞ্জ করেছিল আয়কর দফতরের সিদ্ধান্তকে। তবে গান্ধী পরিবারের দাবিকে খারিজ করে আয়কর দফতরের নয়া সিদ্ধান্তকে বজায় রাখার নির্দেশ দেয় আদালত। এদিন হাই কোর্ট জানিয়ে দিয়েছে, আইন মেনে ও অপেক্ষাকৃত ভাল সমন্বয়ের কথা ভেবেই এই হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে আয়কর দফতর। ফলে এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনও অর্থ নেই।

অন্যদিকে, রাহুল গান্ধীকে(Rahul Gandhi) সাধারণ পাসপোর্টের অনুমতি দিল দিল্লির (Delhi) আদালত। সাংসদ পদ খারিজের পরে নিয়মমাফিক বাতিল হয়ে গিয়েছিল তাঁর কূটনৈতিক পাসপোর্ট। তাই সাধারণ পাসপোর্ট নিতে আবেদন করেছিলেন কংগ্রেস নেতা। শুক্রবার সেই আবেদন গ্রাহ্য করে দিল্লির আদালত জানিয়েছে, আপাতত তিন বছরের জন্য সাধারণ পাসপোর্ট ব্যবহার করতে পারবেন রাহুল গান্ধী।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version