Friday, November 14, 2025

দেশে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস! কত শতাংশ বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের?

Date:

এবার স্বাভাবিক হবে বর্ষা (Monsoon)। চলতি বছরে দেশে ৯৬ শতাংশ বৃষ্টি হবে বলে অনুমান। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী ভারতে চলতি বছরে স্বাভাবিক বৃষ্টি (Rain) হবে বলে খবর। তবে বর্ষা এবার স্বাভাবিক নিয়ম মেনে ১ জুন আসবে না। বর্ষা চলতি বছরে দেশে প্রবেশ করবে দেরিতে। আইএমডির (IMD) পূর্বাভাস ৪ জুনের মধ্যে বর্ষা আসবে কেরলে (Kerala)। তবে দেশের উত্তর-পশ্চিম অংশে সামান্য কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। আগামী দুদিনে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হতে চলেছে।

পাশাপাশি জুন মাসে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হবে দক্ষিণ উপকূল, উত্তর-পশ্চিম ও উত্তর ভারতে। অন্যদিকে, উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, এল নিনোর (El Nino) পরিবেশ থাকলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু স্বাভাবিক সময়েই প্রবেশ করবে। তবে চলতি বছরে এখনও পর্যন্ত আরব সাগরে কোনও সাইক্লোনের দেখা নেই। আবহাওয়াবিদদের মতে, যদি দেশের সর্বত্র সমপরিমাণ বৃষ্টি হয়, তাহলে চাষিদের জন্য তা হবে অত্যন্ত সুখকর।

অন্যদিকে, কৃষিপ্রধান পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ড এবং রাজস্থান এবং কাশ্মীরের একাংশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ২০২২ সালের মতো ২০২৩ সালেও প্রচণ্ড গরম পড়েছে। আর তার কারণেই ফিরতে পারে এল নিনো। বলা হচ্ছে, দীর্ঘ তিন বছর পর ফিরছে আবহাওয়ার এই বিস্ময়কর ঘটনা। ফলে চলতি বছরে প্রচুর গরমে তাপমাত্রায় ব্যাপক বৃদ্ধি প্রত্যক্ষ করবে বিশ্ববাসী। আর তা হলেই এবারে ভারতে বর্ষায় বৃষ্টিপাত কম হবে বলে আন্দাজ করা হচ্ছে।

 

 

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version