Thursday, November 13, 2025

মোদি মডেল! গুজরাটে ১৫৭ টি স্কুলে দশম শ্রেণীর পরীক্ষায় সবাই ফেল

Date:

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের শেষ নেই। নরেন্দ্র মোদির এমএ-র ডিগ্ৰি ভুয়ো বলে একাধিকবার অভিযোগ উঠেছে। কেন পরিস্থিতির মাঝে এবার প্রকাশ্যে এলো মোদির নিজ রাজ্য গুজরাটের শিক্ষা ব্যবস্থার দুর্দশার ভয়াবহ ছবি। গুজরাটে(Gujarat) দশম শ্রেণীর(class 10th exam) পরীক্ষায় ১৫৭ টি স্কুলে অকৃতকার্য হল সব পড়ুয়া। শিক্ষা ব্যবস্থার এমন নজিরবিহীন দুর্দশার ছবি প্রকাশ্যে আসার পর তাজ্জব গোটা দেশ।

সম্প্রতি প্রকাশিত হয়েছে গুজরাটের দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল। যেখানে দেখা গিয়েছে, মাত্র ৬৪ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায়। তবে স্কুলভিত্তিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করার পর যে ছবি প্রকাশ্যে এলো তা চমকে দেওয়ার মতো। দেখা যাচ্ছে, গোটা রাজ্যের মধ্যে মাত্র ২৭২ টি স্কুলে ১০০ শতাংশ পড়ুয়া পাস করেছে। ১০৮৪ টি স্কুলে পাশের হার মাত্র ৩০ শতাংশ। এবং ১৫৭ টি স্কুলে একজন পড়ুয়াও পাস করতে পারেনি। পাশের হারের মধ্যে শীর্ষে রয়েছে সুরাট। এখানে পাশের হার ৭৬ শতাংশ। এবং সবচেয়ে নিচে রয়েছে দাহুদ জেলা। যেখানে পাশের হার ৪০.৭৫ শতাংশ। অনুতীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ৯৬ হাজার পড়ুয়া অকৃতকার্য হয়েছে গুজরাটি ভাষায় এবং ১.৯৬ লক্ষ্য পড়ুয়া অংকে অকৃতকার্য হয়েছে। এর পাশাপাশি গত বছর পরীক্ষায় ফেল করা পড়ুয়াদের মধ্যে ১ লক্ষ ৬৫ হাজার ৬৯০ জন পড়ুয়া এবার পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে পাশ করেছে মাত্র ২৭ হাজার ৪৪৬ জন।

তবে দশম শ্রেণীর পরীক্ষায় ১৫৭ টি স্কুলে সকল পড়ুয়ার অকৃতকার্য হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে গুজরাটের শিক্ষা ব্যবস্থা নিয়ে। এই ঘটনা প্রসঙ্গে নিন্দুকদের কটাক্ষ, খোদ প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা যেখানে ভুয়ো। সেখানে তার নিজের রাজ্যের শিক্ষা ব্যবস্থার এমন দুর্দশায় আশ্চর্য হওয়ার মত কিছু নেই।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version