Tuesday, November 11, 2025

হিংসা কবলিত মণিপুরে সংঘর্ষে নিহত পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা

Date:

লাগাতার হিংসায় রক্তাক্ত মণিপুর(Manipur)। পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দিনের জন্য ইম্ফল সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। এরপরই কেন্দ্র ও মনিপুর সরকারের তরফে ঘোষণা করা হলো, মণিপুরে সংঘর্ষে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি পরিবার কিছু একজনকে দেওয়া হবে চাকরি।

সোমবার মণিপুর সফরে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী এন বিরেন সিং-এর(Biren Singh) সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকের পর গভীর রাতে সরকারের তরফে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরির ঘোষণা করা হয়।

কুকি-মেইতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করেছে ২১ দিনেরও বেশি সময় ধরে। সম্প্রতি বিভিন্ন এলাকার গোষ্ঠীগুলির সঙ্গে শান্তি বৈঠক করেছেন সেনাকর্তারা। তবে পরিস্থিতিতে কোনওরকম পরিবর্তন আসেনি। লাগাতার হিংসায় এখনো পর্যন্ত ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে মণিপুরে। আহত হয়েছেন ২০০-র বেশি। পরিস্থিতি সামাল দিতে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার পাশাপাশি জারি করা হয়েছে কার্ফু। ঘরছাড়া হয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version