Thursday, August 28, 2025

কোথায় যেতে হবে বলুন একা যাবো, দম থাকলে ঘষে দেখান!” দিলীপকে চ্যালেঞ্জ অভিষেকের

Date:

কোচবিহার থেকে কাকদ্বীপ, ঝাড়গ্রাম থেকে নন্দীগ্রাম, তৃণমূলের নবজোয়ার কার্যত জনজোয়ার। সৌজন্যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ছিল জনসংযোগ কর্মসূচির ৩৪ তম দিন। এদিন পূর্ব মেদিনীপুরে প্রবেশ করেন অভিষেক। আর সেখান থেকেই বিজেপি নেতা দিলীপ ঘোষকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক। বললেন, “কোথায় যেতে হবে বলুন একা যাবো, দম থাকলে ঘষে দেখান! আমি আরও ২০ দিন রাস্তায় আছি”।

নবজোয়ার কর্মসূচিতে ঝাড়গ্রামে অভিষেকের কনভয় লক্ষ্য করে হামলা। অল্পের জন্য অভিষেক রক্ষা পেলেও মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর করা হয়। তাঁর গাড়ির চালক গুরুতর আহত। আক্রান্ত সংবাদ মাধ্যম। তৃণমূলের দাবি, হামলাকারীরা আদপে কুড়মি আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। কুড়মিদের মুখোশের আড়ালে এমন বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে বিজেপির জল্লাদরা। কারণ, তাদের মুখে কুড়মিদের জয় গরান নয় ছিল বিজেপির জয় শ্রীরাম স্লোগান। ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

এরপরই দিলীপ ঘোষ হুমকির সুরে বলেন, ”বীরবাহা হাঁসদার গাড়ি ভেঙেছে, কে ভেঙেছে, কে দেখেছে, সব নাটক, তৈরি করা। অভিষককে নেতা করার জন্য এভাবে গাড়ি ভেঙে নাটক করা হচ্ছে। এইভাবে নেতা হওয়া যায় না। তৃণমূল বলছে, কুড়মিরা আক্রমণ করেনি, বিজেপি আক্রমণ করেছে। আমি বলছি, খুব সাবধান। হাত দেবেন না, হাত জ্বলে যাব। বিজেপির গায়ে হাত দিলে! যাঁরা ঢুকতে যাচ্ছেন, ঢুকতে তো পারবেনই না, জঙ্গলমহলে কোনও তৃণমূল নেতাকে বসতে দেব না, থাকতে দেব না। আর অভিষেক আমার সামনে এলে ঘষে দেব।”

আরও পড়ুন- মমতার পর এবার কেন্দ্রীয় অর্ডিন্যান্সের বিরোধিতায় কেজরির পাশে ইয়েচুরি

এদিন পূর্ব মেদিনীপুরের পটাশপুরে জনসংযোগ যাত্রা থেকে দিলীপ ঘোষকে এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “কী পেয়েছেন আমাকে, আপনি আমাকে ঘষতে চান, আপনার দম থাকলে বলুন, কোথায় আসতে হবে। আমি আসব। একা আসবো। আপনি ঘষে দেখান”! অভিষেকের সংযোজন, “আমি দিলীপবাবুকে বলব, আমি আরও ১৮ থেকে ২০ দিন রাস্তায় আছি। আপনি এক ঘণ্টার ব্যবধানে বলুন, কোথায় আসবেন, আর কোথায় দেখবেন। আমি একা পৌঁছে যাব। দেখি আপনার কত দম। জনসমক্ষে জায়গা ঠিক করুন।”

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version