Friday, November 28, 2025

কোথায় যেতে হবে বলুন একা যাবো, দম থাকলে ঘষে দেখান!” দিলীপকে চ্যালেঞ্জ অভিষেকের

Date:

কোচবিহার থেকে কাকদ্বীপ, ঝাড়গ্রাম থেকে নন্দীগ্রাম, তৃণমূলের নবজোয়ার কার্যত জনজোয়ার। সৌজন্যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ছিল জনসংযোগ কর্মসূচির ৩৪ তম দিন। এদিন পূর্ব মেদিনীপুরে প্রবেশ করেন অভিষেক। আর সেখান থেকেই বিজেপি নেতা দিলীপ ঘোষকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক। বললেন, “কোথায় যেতে হবে বলুন একা যাবো, দম থাকলে ঘষে দেখান! আমি আরও ২০ দিন রাস্তায় আছি”।

নবজোয়ার কর্মসূচিতে ঝাড়গ্রামে অভিষেকের কনভয় লক্ষ্য করে হামলা। অল্পের জন্য অভিষেক রক্ষা পেলেও মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর করা হয়। তাঁর গাড়ির চালক গুরুতর আহত। আক্রান্ত সংবাদ মাধ্যম। তৃণমূলের দাবি, হামলাকারীরা আদপে কুড়মি আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। কুড়মিদের মুখোশের আড়ালে এমন বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে বিজেপির জল্লাদরা। কারণ, তাদের মুখে কুড়মিদের জয় গরান নয় ছিল বিজেপির জয় শ্রীরাম স্লোগান। ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

এরপরই দিলীপ ঘোষ হুমকির সুরে বলেন, ”বীরবাহা হাঁসদার গাড়ি ভেঙেছে, কে ভেঙেছে, কে দেখেছে, সব নাটক, তৈরি করা। অভিষককে নেতা করার জন্য এভাবে গাড়ি ভেঙে নাটক করা হচ্ছে। এইভাবে নেতা হওয়া যায় না। তৃণমূল বলছে, কুড়মিরা আক্রমণ করেনি, বিজেপি আক্রমণ করেছে। আমি বলছি, খুব সাবধান। হাত দেবেন না, হাত জ্বলে যাব। বিজেপির গায়ে হাত দিলে! যাঁরা ঢুকতে যাচ্ছেন, ঢুকতে তো পারবেনই না, জঙ্গলমহলে কোনও তৃণমূল নেতাকে বসতে দেব না, থাকতে দেব না। আর অভিষেক আমার সামনে এলে ঘষে দেব।”

আরও পড়ুন- মমতার পর এবার কেন্দ্রীয় অর্ডিন্যান্সের বিরোধিতায় কেজরির পাশে ইয়েচুরি

এদিন পূর্ব মেদিনীপুরের পটাশপুরে জনসংযোগ যাত্রা থেকে দিলীপ ঘোষকে এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “কী পেয়েছেন আমাকে, আপনি আমাকে ঘষতে চান, আপনার দম থাকলে বলুন, কোথায় আসতে হবে। আমি আসব। একা আসবো। আপনি ঘষে দেখান”! অভিষেকের সংযোজন, “আমি দিলীপবাবুকে বলব, আমি আরও ১৮ থেকে ২০ দিন রাস্তায় আছি। আপনি এক ঘণ্টার ব্যবধানে বলুন, কোথায় আসবেন, আর কোথায় দেখবেন। আমি একা পৌঁছে যাব। দেখি আপনার কত দম। জনসমক্ষে জায়গা ঠিক করুন।”

 

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৮ নভেম্বর (শুক্রবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

ইচ্ছা থাকলেই উচ্চশিক্ষা: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়ূয়াদের সংখ্যা পেরলো ১ লক্ষ! খুশি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী

আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে দাড়িয়েছিল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের(mamata banarjee) সরকার। উচ্চশিক্ষায় সহায়ক হওয়ার লক্ষ্যে তৃতীয়বার ২০২১ সালে...

এসআইআরের চাপে হার্ট অ্যাটাক, কাজ করতে করতে মৃত্যু মুর্শিদাবাদের বিএলও-র 

রাজ্যে এসআইআরের (SIR) বলি আরও এক। স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজের অত্যাধিক চাপ সহ্য করতে না পেরে এবার হার্ট...

Weather Update: ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ে বঙ্গে বাড়ল উষ্ণতা!

একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই আর একটা ঘূর্ণিঝড়ের (cyclonic formation) উৎপত্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ের...
Exit mobile version