Sunday, November 16, 2025

নবজোয়ারে ভ*য় পেয়েছে বিজেপি, ঝাড়গ্রামের মতো নন্দীগ্রামেও “গদ্দার”-এর ষড়*যন্ত্র নয় তো?

Date:

তৃণমূলের নবজোয়ার রাতের ঘুম কেড়েছে বিজেপি নেতাদের। অভিষেকের জনসংযোগ কর্মসূচি কার্যত জনজোয়ার। যখন যে জেলায় ঢুকছেন, জনসুনামিতে ভেঙে দিয়েছেন আগের জেলার রেকর্ড। শুধুমাত্র দলীয় কর্মী-সমর্থক বা পার্টি নেতৃত্ব নয়, আট থেকে আশি পুরুষ মহিলা নির্বিশেষে অভিষেককে (Abhishek Banerjee) একপলক দেখার জন্য তুমুল উৎসাহ-উন্মাদনা নজরে পড়েছে। আর তা দেখেই আতঙ্কে ভুগছেন শুভেন্দু অধিকারীরা (Shubhendu Adhikari)।

অভিষেকের কর্মসূচিতে বাধা সৃষ্টি করতে শুরু থেকেই তৎপর বিজেপি। কখনও ইডি-সিবিআই লেলিয়ে দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা তো কখনও ষড়যন্ত্র করে কনভয়ে হামলা। কিন্তু কোনও বাধাই অভিষেককে আটকে রাখতে পারেনি। বরং, আরও দ্বিগুণ উৎসাহে নিজের কাজ করে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আজ ৩৪তম দিনে তৃণমূলের নবজোয়ারে জনজোয়ারে ভাসতে ভাসতে পূর্ব মেদিনীপুর জেলায় পৌঁছবেন দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাম জমানা হোক কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল, এই জেলা বরাবর-ই রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ ও ঘটনাবহুল। রাজনৈতিক মহলে অনেকেই মনে করেন এই জেলা থেকেই সিপিএমের শেষের শুরু হয়েছিল। বিশেষ করে নন্দীগ্রাম জমি আন্দোলন তৃণমূল নেত্রীর দীর্ঘ ও বর্ণময় রাজনৈতিক কেরিয়ারের অন্যতম মাইল ফলক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম আন্দোলন এ রাজ্যের বুকে মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠার অন্যতম অনুঘটক।

আজ মঙ্গলবার অভিষেকের জনসংযোগ যাত্রা পৌঁছবে পূর্ব মেদিনীপুর জেলায়। সূত্রের খবর, সবমিলিয়ে তিনদিন এই জেলায় থাকার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। জেলার বিভিন্ন ব্লক ও বিধানসভা এলাকায় অভিষেকের ঠাসা কর্মসূচি রয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নন্দীগ্রাম। খাতায়-কলমে যেখানকার তথাকথিত লোডশেডিং-এ জেতা বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের ধারণা নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়েই গদ্দার অধিকারীর মুখোশ খুলবেন অভিষেক।

আর সেই জায়গা থেকেই পূর্ব মেদিনীপুর তথা নন্দীগ্রামে অভিষেকের সভা বানচাল করতে কোনও কসুর বাকি রাখবে না শুভেন্দু অধিকারী, এমনটাই মনে করছেন অনেকে। কারণ, অভিষেকের নবজোয়ারে ভয় পেয়েছে “গদ্দার”! ঝাড়গ্রামের গড় শালবনিতে যেভাবে ষড়যন্ত্র করা হয়েছিল, একইভাবে নন্দীগ্রামেও সেই ঘটনা ঘটাতে পারে জয় শ্রীরাম স্লোগানধারী বিজেপির জল্লাদরা। ঝাড়গ্রামের ঘটনায় তৃণমূলের দাবি ছিল, মদত রয়েছে শুভেন্দুর। কুড়মিদের একাংশকে বিভ্রান্ত করে টাকা ঢেলে মদ মাংস খাইয়ে আসলে অভিষেকের কনভয়ে হামলা চালিয়েছে বিজেপি। মূল অভিযুক্ত ধৃত রাজেশ মহাতোর পাশে দাঁড়ানোর শুভেন্দুর বার্তা প্রমাণ করে সেই ঘটনায় প্রত্যক্ষ মদত ছিল নন্দীগ্রামে লোডশেডিংয়ে জেতা বিধায়কের।

ফলে এবার নিজের জেলা ও বিধানসভা কেন্দ্রে ও অভিষেককে হেনস্থা করতে যে নতুন ষড়যন্ত্র রচনা করবেন শুভেন্দু, তা বলার অপেক্ষা রাখে না। সকলেরই মনে আছে, একুশের বিধানসভা নির্বাচনে আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেও আঘাত হয়েছিল এই নন্দীগ্রামে।তাঁর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল। গোটা ভোটপর্বে ভাঙা পায়ে প্রচার করতে হয়েছিল মমতাকে। নবজোয়ার কর্মসূচিতে বাধা দিতে অভিষেকের ক্ষেত্রেও এমন কিছু ঘটবে না তো? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। সূত্রের খবর, কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক জেলা প্রশাসন।

 

Related articles

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...
Exit mobile version