Saturday, November 8, 2025

ব্যাখ্যা সন্তোষজনক না হলে ক.ড়া পদক্ষেপ! ফের আদালতের তীব্র ভ.র্ৎসনার মুখে CBI

Date:

নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh), তাপস মণ্ডল (Tapas Mondal) ও নীলাদ্রি ঘোষের (Niladri Ghosh) বিরুদ্ধে চার্জশিট (Charge Sheet) জমা দিয়েছে সিবিআই (CBI)। কিন্তু সেই চার্জশিটেই বড়সড় ‘ভুল’৷ আর সেকারণেই আলিপুর আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি এদিন তদন্তকারী সংস্থার থেকে জবাব তলব করলেন আলিপুর আদালতের বিচারক।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও যাঁরা টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন, তাঁদের অভিযুক্ত হিসাবে না দেখিয়ে সাক্ষী হিসাবে দেখানো হয় চার্জশিটে. তবে বিষয়টি মোটেও ভালোভাবে নেননি বিচারক। আদালতের নির্দেশের পরও কেন এমন করল সিবিআই, সেটাই জানতে চান তিনি। এরপরই বিচারক নির্দেশ দেন সিবিআই-র তদন্তকারী অফিসারকে আগামী ২ জুন এই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে রিপোর্ট জমা করতে হবে। শুধু তাই নয়, এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন বিচারক। তিনি বলেন, যদি তদন্তকারী অফিসারের ব্যাখ্যা সন্তোষজনক না হয় তবে নির্দিষ্ট পদক্ষেপ নেব।

পাশাপাশি মঙ্গলবারই বিচারক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক ও সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘আপনারা যা করছেন, তাতে ভবিষ্যতে আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন। তাই সেটা এড়াতে যা করার প্রয়োজন সেটাই করুন।’ এদিন বিচারক আরও বলেন, ব্যাখ্যা সন্তোষজনক না হলে সেক্ষেত্রে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে ৷ আর যেহেতু কলকাতা হাইকোর্টের নজরদারিতেই এই মামলার তদন্ত চলছে সেকারণেই হাই কোর্টকেও বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে জানানো হবে। পাশাপাশি আদালতের নির্দেশের কপি সিবিআইয়ের ডিরেক্টর (CBI Director) ও ডিআইজিকে (DIG) পাঠানোর নির্দেশ দেন বিচারক।

 

 

Related articles

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...
Exit mobile version