Saturday, August 23, 2025

ব্যাখ্যা সন্তোষজনক না হলে ক.ড়া পদক্ষেপ! ফের আদালতের তীব্র ভ.র্ৎসনার মুখে CBI

Date:

নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh), তাপস মণ্ডল (Tapas Mondal) ও নীলাদ্রি ঘোষের (Niladri Ghosh) বিরুদ্ধে চার্জশিট (Charge Sheet) জমা দিয়েছে সিবিআই (CBI)। কিন্তু সেই চার্জশিটেই বড়সড় ‘ভুল’৷ আর সেকারণেই আলিপুর আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি এদিন তদন্তকারী সংস্থার থেকে জবাব তলব করলেন আলিপুর আদালতের বিচারক।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও যাঁরা টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন, তাঁদের অভিযুক্ত হিসাবে না দেখিয়ে সাক্ষী হিসাবে দেখানো হয় চার্জশিটে. তবে বিষয়টি মোটেও ভালোভাবে নেননি বিচারক। আদালতের নির্দেশের পরও কেন এমন করল সিবিআই, সেটাই জানতে চান তিনি। এরপরই বিচারক নির্দেশ দেন সিবিআই-র তদন্তকারী অফিসারকে আগামী ২ জুন এই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে রিপোর্ট জমা করতে হবে। শুধু তাই নয়, এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন বিচারক। তিনি বলেন, যদি তদন্তকারী অফিসারের ব্যাখ্যা সন্তোষজনক না হয় তবে নির্দিষ্ট পদক্ষেপ নেব।

পাশাপাশি মঙ্গলবারই বিচারক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক ও সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘আপনারা যা করছেন, তাতে ভবিষ্যতে আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন। তাই সেটা এড়াতে যা করার প্রয়োজন সেটাই করুন।’ এদিন বিচারক আরও বলেন, ব্যাখ্যা সন্তোষজনক না হলে সেক্ষেত্রে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে ৷ আর যেহেতু কলকাতা হাইকোর্টের নজরদারিতেই এই মামলার তদন্ত চলছে সেকারণেই হাই কোর্টকেও বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে জানানো হবে। পাশাপাশি আদালতের নির্দেশের কপি সিবিআইয়ের ডিরেক্টর (CBI Director) ও ডিআইজিকে (DIG) পাঠানোর নির্দেশ দেন বিচারক।

 

 

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version