Friday, November 14, 2025

সংবেদনশীলতা বজায় রেখেই ত*দন্ত চলছে, কুস্তিগিরদের অভিযোগ নিয়ে মন্তব্য দিল্লি পুলিশের 

Date:

দেশের পদকজয়ী কুস্তিগির ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকরা কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন।  প্রতিবাদে গত একমাস ধরে রাস্তায় নেমেছেন তাঁরা। যদিও যদিও দিল্লি পুলিশ অন্য কথা বলছে। তাদের বক্তব্য, সমস্ত রকম সংবেদনশীলতা বজায় রেখেই স্পর্শকাতর বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলছে।

গত রবিবার নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিক্ষোভ দেখাতে চেয়েছিলেন। কিন্তু পুলিশের হাতে আক্রান্ত হন কুস্তিগিররা। পুরুষ-মহিলা কুস্তিগিররা পুলিশের হাতে নিগৃহীত হচ্ছেন, এই ছবি ছড়িয়ে পড়ে সর্বত্র। মঙ্গলবার কুস্তিগিররা তাঁদের পদক হরিদ্বারের গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। দিল্লির রাস্তায় আমরণ অনশনের ডাক দেন।যদিও অনেক বোঝানোর পরে কুস্তিগিররা নিজেদের সিদ্ধান্ত বদলান। নিজেদের পদকগুলো গঙ্গায় ভাসানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেন। কৃষক নেতাদের অনুরোধেই তাঁদের এই মতবদল। আপাতত কেন্দ্রকে আগামী রবিবার পর্যন্ত সময় দিয়েছেন তাঁরা।

এরই মাঝে, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করেন এক নির্যাতিতা নাবালিকা কুস্তিগিরের কাকা। তাঁর কথায়, সাক্ষী মালিক ও ভিনেশ ফোগাটরা  তাঁর পরিবারের সদস্যদের ভুল বুঝিয়ে ব্রিজভূষণকে ফাঁসাতে চাইছেন। প্রসঙ্গত, বিজেপি সাংসদ ব্রিজভূষণ নিজেও দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে পকসো আইনের অপব্যবহার করা হয়েছে।

জানা গিয়েছে, নাবালিকা কুস্তিগিরের কাকার নাম অমিত পালোয়ান। কুস্তি ফেডারেশন সচিবের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের তদন্ত করতে অমিতের বাড়িতে গিয়েছিল পুলিশ। সেই সময়েই গোটা ঘটনা জানতে পেরেছেন । যদিও নাবালিকা কুস্তিগির ও তাঁর পরিবারের সঙ্গে অমিতের সম্পর্ক ভাল নয় বলেই জানা গিয়েছে।

 

 

 

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version