Thursday, August 21, 2025

বেনিয়মের অভিযোগ, ১৫০টি মেডিক্যাল কলেজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে NMC

Date:

বেনিয়মের অভিযোগে এবার দেশজুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (National Medical Commission)। কমিশন সূত্রে খবর, দেশের কমপক্ষে ১৫০টি মেডিক্যাল কলেজের (Medical College) স্বীকৃতি কেড়ে নিতে পারে NMC। ইতিমধ্যেই ৪০টি কলেজের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।

যে ১৫০টি মেডিক্যাল কলেজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক মেডিক্যাল কলেজের নাম। পাশাপাশি রয়েছে ত্রিপুরা, অসম, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পঞ্জাব, পুদুচেরীর নাম।

গত এক মাস ধরে আন্ডারগ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ড অব কমিশনের তরফে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজের বিষয়ে তদন্ত করা হয়। সেখানে শিক্ষক বা ফ্যাকাল্টিদের ভূমিকা, আধার লিঙ্ক করা বায়োমেট্রিক অ্যাটেনডেন্স, সিসিটিভি ক্য়ামেরা, প্রক্রিয়া সব খতিয়ে দেখে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। অভিযোগ,
• ১৫০টি মেডিক্যাল কলেজ সরকারি নিয়ম মানছে না।
• কলেজগুলির বায়োমেট্রিক কাজ করে না।
• কলেজ চত্বরে ক্যামেরা বসানো নেই।
• কোথাও ক্যামেরা কাজ করে না।
• দীর্ঘদিন ধরে বহু ফ্যাকাল্টি পদ শূন্য

তবে স্বীকৃতি খোয়ানো মেডিক্যাল কলেজগুলিকে দ্বিতীয় সুযোগ দেওয়া হবে বলে এনএমসি সূত্রে খবর। তাদের ৩০ দিনের মধ্যে NMC-র কাছে আবেদন করতে হবে। সমস্ত নিয়ম অনুসরণ করে চলছে, তা প্রমাণ করতে হবে। সেই আবেদন খারিজ হলে, কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের কাছে সরাসরি আবেদন করতে পারবে কলেজগুলি।

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version