Thursday, August 21, 2025

আর্থিক সংকটে জে.রবার অবস্থা! শ্রীলঙ্কায় প্রতিদিন ১০ লক্ষ ডিম পাঠানোর সিদ্ধান্ত ভারতের

Date:

আর্থিক সংকটে (Financial Crisis) জেরবার দেশ। বর্তমান অবস্থা এমন পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছে যে, অন্য দেশের সাহায্য ছাড়া কোনওভাবেই শ্রীলঙ্কার (Sri Lanka) হাল ফেরানো কার্যত অসম্ভব। এমতাবস্থায় ভারতের দিকে তাকিয়ে রয়েছে শ্রীলঙ্কা। জানা গিয়েছে, ভারত থেকে পাঁচটি মুরগির খামার থেকে প্রতিদিন ১০ লক্ষ ডিম (Eggs) শ্রীলঙ্কায় পাঠানো হবে। সম্প্রতি একথাই জানিয়েছেন দ্বীপরাষ্ট্রের সর্বোচ্চ লেনদেনকারী সংস্থা শ্রীলঙ্কা স্টেট ট্রেডিং কর্পোরেশনের (Sri Lanka State Trading Corporation) চেয়ারম্যান আসিরি ভালিসুন্দরা।

তিনি আরও জানিয়েছেন, এর আগে ভারতের দু’টি খামার থেকে এক দফায় ২০ লক্ষ ডিম আমদানি করা হয়েছিল। যার মধ্যে ১০ লক্ষ ডিম বাজারে পৌঁছয়। পাশাপাশি শ্রীলঙ্কার অ্যানিমাল প্রোডাকশন ডিপার্টমেন্ট (Animal Production Department) আরও তিনটি ভারতীয় খামার থেকে ডিম আমদানির বিষয়ে অনুমোদন দিয়েছে। তবে এর জন্য ভারতে এসে খামার সমীক্ষা করেন স্টেট ট্রেডিং কর্পোরেশন (State Trading Corporation) এবং অ্যানিমাল প্রোডাকশন ডিপার্টমেন্টের (Animal Production Department) কর্তারা। এরপরেই মোট পাঁচটি ভারতীয় মুরগির খামার থেকে ডিম আমদানির বিষয়টিকে অনুমোদন দেওয়া হয়। তবে শ্রীলঙ্কার সাধারণ মানুষের চাহিদার উপরে নির্ভর করছে কী পরিমাণ ডিম ভারত থেকে শ্রীলঙ্কায় আমদানি করা হবে। পাশাপাশি জানা গিয়েছে, ভারত থেকে যে সব ডিম আমদানি করা হচ্ছে সেসব ডিম শ্রীলঙ্কার বেকারি, বিস্কুট কোম্পানি, রেস্তোরাঁ এবং ক্যাটারিং সংস্থাগুলি লটে কিনে নিচ্ছে।

এছাড়াও সাধারণ মানুষের মধ্যেও ডিমের বিপুল চাহিদা রয়েছে। আর সেকারণেই ভারত থেকে দিনে ১০ লক্ষ করে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version