Friday, August 29, 2025

ভাগ হবে না মণিপুর: জ.ঙ্গিদের কড়া হুঁশিয়ারি শাহের, সরানো হলো ডিজিকে

Date:

অগ্নিগর্ভ মণিপুরের(Manipur) মাটিতে দাঁড়িয়ে জঙ্গিদের করা হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Home minister) অমিত শাহ(Amit Shah)। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কোনওভাবেই মণিপুর খন্ডিত হবে না। পাশাপাশি তিনি আরও জানান, এই মুহূর্তে অস্ত্র ত্যাগ না করলে ভয়াবহ ফল ভুগতে হবে। এদিকে হিংসাত্মক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ মণিপুর পুলিশের ডিজি পি ডৌঙ্গেলকে সরিয়ে দিল সরকার।

পরিস্থিতি খতিয়ে দেখতে চার দিনের মণিপুর সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফরকালেও হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয় মণিপুরে। এহেন পরিস্থিতির মাঝেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অমিত শাহ জানান, মণিপুর হিংসায় নিরপেক্ষ তদন্ত হবে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত চালাবে একটি প্যানেল। পাশাপাশি কড়া সুরে তিনি বলেন, “মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট। রাজ্য ভাগ হবে না।” এবং অস্ত্র ত্যাগ না করলে ভয়াবহ ফল ভুগতে হবে জঙ্গিদের সেকথাও মনে করিয়ে দেন শাহ।

এদিকে এতদিন ধরে হিংসাত্মক পরিস্থিতি জারি থাকার পর অবশেষে মণিপুর পুলিশের ডিজি পি ডৌঙ্গেলকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাঁর জায়গায় বিশেষ ক্ষমতা দিয়ে আনা হয়েছে ১৯৯৩ ত্রিপুরা ব্যাচের ক্যাডার রাজীব সিংকে। এদিকে লাগাতার হিংসায় মণিপুরে এখনো পর্যন্ত ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহতে সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। ঘরছাড়া হয়েছেন কয়েক হাজার মানুষ।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version