Thursday, August 21, 2025

উচ্চশিক্ষায় বাধা হবে না অর্থাভাব, পাশে রাজ্য: প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

Date:

উচ্চশিক্ষায় বাধা হবে না দারিদ্র্য। সরকার সব রকম ব্যবস্থা করছে। বৃহস্পতিবার, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, একজন পড়ুয়ারও উচ্চশিক্ষায় (Higher Education) অর্থাভাব বাধা হয়ে দাঁড়াবে না। সবরকম সাহায্য করবে রাজ্য সরকার- জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, শিক্ষা দফতরে লেটার বক্স চালুর পরামর্শ দেন রাজের মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-সহ অন্যান্য়রা।

এদিন বিশ্ব বাংলা মিলন মঞ্চে নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কৃতী পড়ুয়াদের সঙ্গে নিজে গিয়ে কথা বলেন। জানতে চান তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা। এর পরই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, উচ্চশিক্ষার স্বপ্ন সফল করতে চিন্তা করতে হবে না অভিভাবকদের। কারণ, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে অল্প সুদে ঋণ পাবেন পড়ুয়ারা। যার গ্যারান্টার খোদ রাজ্য সরকার। একই সঙ্গে কন্যাশ্রী, সবুজশ্রী, যুবশ্রী-সহ তরুণদের জন্য জনহিতকর রাজ্য সরকারি প্রকল্পের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

 

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই স্নাতকস্তরে তাদের ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের জন্য ফের ভর্তি চালুর করার কথা বলতে।

এর পাশাপাশি শিক্ষা দফতরে একটি লেটার বক্স রাখার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান সেই লেটার বক্সে পড়ুয়ারা তাদের চাওয়া-পাওয়া সম্পর্কে জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্যের পড়ুয়াদের মেধা যা আছ, তা দিয়েই তাঁরা বিশ্ব জয় করবেন।

এরপরেই মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় নীতি মেনে রাজ্যেও ৪ বছরের ডিগ্রি কোর্স এবং ১ বছরের স্নাতকোত্তর করা হবে রাজ্যে। তাঁর কথায়, “কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতিতে ৪ বছরের ডিগ্রি কোর্স চালু হচ্ছে। স্নাতকোত্তর করা যাবে ১ বছরেই। জাতীয় ক্ষেত্রে বাংলার পড়ুয়ারা যাতে পিছিয়ে না যায়,সেই জন্যই এই সিদ্ধান্ত।“

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version