Thursday, August 21, 2025

ভিনধর্মের ছাত্রীদের জোর করে হি.জাব পরানোর অভিযোগ! সমালোচনার মুখে পড়ে বড় পদক্ষেপ শিবরাজের

Date:

জোর করে ভিনধর্মের ছাত্রীদের হিজাব (Hijab) পড়তে বাধ্য করার অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের এক বেসরকারি স্কুলের বিরুদ্ধে ভিন ধর্মের ছাত্রীদের জোর করে হিজাব পড়ানোর অভিযোগ উঠেছে। আর এমন অভিযোগ সামনে আসতেই চরম বিপাকে পড়ে শিবরাজ সিং সরকার (Shiv Raj Singh Chouhan)। চরম সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। আর এরপরই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল করতে বড় পদক্ষেপ শিবরাজের। জানা গিয়েছে, অভিযুক্ত মধ্যপ্রদেশের দামোহ জেলার একটি বেসরকারি স্কুলের স্বীকৃতি বাতিল করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, অভিযোগের সত্যতা জানার জন্য দামোহর জেলাশাসক ময়াঙ্ক আগরওয়াল শনিবার তদন্ত কমিটি গড়ার কথা ঘোষণা করেছেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ৩১ মে মধ্যপ্রদেশ সরকার ওই স্কুলটিকে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। আসলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল, ওই স্কুলের পোশাকই এমন যা অনেকটাই হিজাবের মতো দেখতে। আর এমন পরিস্থিতিতে গত শুক্রবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ছত্রপুর জেলার এক জনসভায় ভাষণ দিতে যান। সেখানেই তিনি মুখ খোলেন ওই স্কুলকে ঘিরে। শিবরাজ জানান, স্কুলটিতে ছাত্রীদের যে পোশাক পরতে বাধ্য করছে সেখানে একটি হেড স্কার্ফও রয়েছে। এই স্কুলটির উপরে নিষেধাজ্ঞা জারির কথাও বলেন শিবরাজ।

মধ্যপ্রদেশ শিক্ষা দফতরের তরফে শুক্রবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দামোহর ‘গঙ্গা যমুনা হায়ার সেকেন্ডারি স্কুল’-এর স্বীকৃতি বাতিল করার কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই ওই স্কুল কর্তৃপক্ষ মুসলিম ছাত্রীদের পাশাপাশি, হিন্দু, শিখ, খ্রিস্টান-সহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রীদের হিজাব পরে স্কুলে আসার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version