Sunday, November 9, 2025

ভিনধর্মের ছাত্রীদের জোর করে হি.জাব পরানোর অভিযোগ! সমালোচনার মুখে পড়ে বড় পদক্ষেপ শিবরাজের

Date:

জোর করে ভিনধর্মের ছাত্রীদের হিজাব (Hijab) পড়তে বাধ্য করার অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের এক বেসরকারি স্কুলের বিরুদ্ধে ভিন ধর্মের ছাত্রীদের জোর করে হিজাব পড়ানোর অভিযোগ উঠেছে। আর এমন অভিযোগ সামনে আসতেই চরম বিপাকে পড়ে শিবরাজ সিং সরকার (Shiv Raj Singh Chouhan)। চরম সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। আর এরপরই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল করতে বড় পদক্ষেপ শিবরাজের। জানা গিয়েছে, অভিযুক্ত মধ্যপ্রদেশের দামোহ জেলার একটি বেসরকারি স্কুলের স্বীকৃতি বাতিল করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, অভিযোগের সত্যতা জানার জন্য দামোহর জেলাশাসক ময়াঙ্ক আগরওয়াল শনিবার তদন্ত কমিটি গড়ার কথা ঘোষণা করেছেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ৩১ মে মধ্যপ্রদেশ সরকার ওই স্কুলটিকে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। আসলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল, ওই স্কুলের পোশাকই এমন যা অনেকটাই হিজাবের মতো দেখতে। আর এমন পরিস্থিতিতে গত শুক্রবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ছত্রপুর জেলার এক জনসভায় ভাষণ দিতে যান। সেখানেই তিনি মুখ খোলেন ওই স্কুলকে ঘিরে। শিবরাজ জানান, স্কুলটিতে ছাত্রীদের যে পোশাক পরতে বাধ্য করছে সেখানে একটি হেড স্কার্ফও রয়েছে। এই স্কুলটির উপরে নিষেধাজ্ঞা জারির কথাও বলেন শিবরাজ।

মধ্যপ্রদেশ শিক্ষা দফতরের তরফে শুক্রবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দামোহর ‘গঙ্গা যমুনা হায়ার সেকেন্ডারি স্কুল’-এর স্বীকৃতি বাতিল করার কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই ওই স্কুল কর্তৃপক্ষ মুসলিম ছাত্রীদের পাশাপাশি, হিন্দু, শিখ, খ্রিস্টান-সহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রীদের হিজাব পরে স্কুলে আসার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ।

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version