Friday, November 7, 2025

“অমূল্য মুহূর্তের সাক্ষী হয়ে আপ্লুত”, নবজোয়ারে ফুরফুরা শরিফে অভিষেক

Date:

তৃণমূলে নবজোয়ার (Trinamoole Nabajowar) কর্মসূচির আজ ৪০তম দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) হুগলিতে (Hoogly) তাঁর কর্মসূচি শুরু করেছেন। জেলায় পা রেখে প্রথমেই তিনি যান ফুরফুরা শরিফ (Furfura Sharif)। সেখানে গিয়ে সাক্ষাৎ করেন পীরজাদা ত্বহা সিদ্দিকি সহ বেশ কয়েকজনের সঙ্গে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বলেন, আগেও তিনি এখানে এসেছেন। ফুরফুরা শরিফের মতো ধর্মীয় স্থানে এসে ভালো লাগে জানিয়ে তিনি বলেন, “মানুষের কাছ থেকে লড়াই করার উৎসাহ পান তিনি। তাঁর বার্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। এই রাজ্য-দেশ সকলের।” ফুরফুরা শরিফে আসা-যাওয়ার পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের অভাব, অভিযোগ, সমস্যার কথা শোনেন। সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতি ও বঞ্চনার কথা তুলে ধরেন।

পরে তিনি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ফুরফুরা শরিফে যাওয়ার বেশকিছু ছবি পোস্ট করেন। তিনি লেখেন, “আজ, হুগলির জাঙ্গিপাড়ায় প্রয়াত পীর আবু বকর সিদ্দিকির মাজারে যাওয়ার সৌভাগ্য হল আমার। সাক্ষাৎ হল এখানকার প্রবীণতম ইমাম-সহ অন্যান্যদের সঙ্গে। সর্বজনের শান্তি কামনায় সকলে মিলে একসঙ্গে প্রার্থনা করলাম। মাজারের স্নিগ্ধ আবহে পরশ পেলাম শান্তির, সৌভ্রাতৃত্বের। জনসংযোগ যাত্রার সৌজন্যে আরও একবার এমন অমূল্য মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি আপ্লুত!”

অভিষেকের আরও সংযোজন, “তৃণমূলে নবজোয়ারে সামিল হতে মাজার চত্বরে এবং তার আশপাশে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। আমার সঙ্গে কথা বলতে এগিয়ে এসেছিলেন তাঁরা। নিজেদের রোজের নানা প্রয়োজন, দাবি সাবলীলভাবে জানিয়েছিলেন আমাকে। এইভাবে মানুষের মাঝে মিশে গিয়ে, আমার অভিজ্ঞতার ঝুলি প্রতিদিন আরও, আরও সমৃদ্ধ হয়ে উঠছে!”

 

.

 

 

Related articles

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...
Exit mobile version