নিষ্ফলা বৈঠক! শাহী বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন ক্ষুব্ধ বিনেশরা

আন্দোলনকারী কুস্তিগিরদের এফআইআরের ভিত্তিতে দিল্লি পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে। তদন্তের গতি প্রকৃতি নিয়ে খুশি নন বজরংরা।

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর গ্রেফতারের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হন বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। শনিবার রাতে অমিত শাহ-এর সঙ্গে দেখা করেন প্রতিবাদী কুস্তিগিরেরা। যদিও বৈঠক নিষ্ফলা। ব্রিজভূষণের গ্রেফতার নিয়ে কোন ইতিবাচক মন্তব্য করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের কাছ থেকে কোন প্রত্যাশিত প্রতিক্রিয়া না পাওয়ায় বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন আন্দোলনকারী কুস্তিগিররা। এদিন এমনটাই জানালেন বৈঠকে উপস্থিত থাকা অন্যতম আন্দোলনকারী কুস্তিগির সত‍্যার্ত কাদিয়ান।

কাদিয়ান বলেন, অমিত শাহ-এর সঙ্গে বৈঠকের পর হতাশ হন আন্দোলনকারী কুস্তিগিররা। এই নিয়ে তিনি বলেন,”আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে প্রত্যাশিত প্রতিক্রিয়া পাইনি। তাই আমরা বৈঠক ছেড়ে বেরিয়ে আসি। কীভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া হবে, তা নিয়ে পরিকল্পনা করছি আমরা। কোনও ভাবেই পিছিয়ে আসতে রাজি নই।”

আন্দোলনকারী কুস্তিগিরদের এফআইআরের ভিত্তিতে দিল্লি পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে। তদন্তের গতি প্রকৃতি নিয়ে খুশি নন বজরংরা। আর সেই কারণেই অমিত শাহের দ্বারস্থ হন বিনেশরা। শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা। গভীর রাত পর্যন্ত চলে বৈঠক। অমিত শাহ-এর কাছে তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আন্দোলনকারী কুস্তিগিররা। ব্রিজভূষণের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেওয়ার দাবি জানিয়েছেন সাক্ষীরা। যদিও এই কথা শুনে কুস্তিগিরদের অমিত শাহ বলেন,”আইন আইনের পথে চলবে।”

আরও পড়ুন:কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে দেখা করলেন সাক্ষী-বজরংরা