সম্প্রতি উদ্বোধন হয়েছে নতুন সংসদ ভবনের। আর সেখানে এবার নতুন প্রধানমন্ত্রীর দাবি তুলল তৃণমূল কংগ্রেস।। উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভা থেকে এমনই দাবি উঠল সোমবার সন্ধ্যেয়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, জয়প্রকাশ মজুমদার, কুণাল ঘোষ, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নবজোয়ার যাত্রা ইতিমধ্যে জনজোয়ারে পরিণত হয়েছে।
এদিন কুণাল বলেন, অভিষেকের নবজোয়ারে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। মানুষের এই সমর্থন বিজেপিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। কী করবে এখন তারা তাই নিয়ে দ্বিধায় বিজেপি নেতৃত্ব।
একাধিক দুর্নীতির মামলা থেকে শুরু করে সাম্প্রতিক রেল দুর্ঘটনা পর্যন্ত নানা ঘটনায় যেভাবে তৃণমূলকে নিশানা করা হচ্ছে তাতে প্রতিহিংসার রাজনীতিই বারবার সামনে আসছে। একুশের নির্বাচনে বাংলার মানুষ তাঁদের যোগ্য জবাব দিয়েছে। এবার সামনে চব্বিশের নির্বাচন।