Thursday, August 28, 2025

সম্প্রতি উদ্বোধন হয়েছে নতুন সংসদ ভবনের। আর সেখানে এবার নতুন প্রধানমন্ত্রীর দাবি তুলল তৃণমূল কংগ্রেস।। উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভা থেকে এমনই দাবি উঠল সোমবার সন্ধ্যেয়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা এদিন ৪০ তম দিনে পরল। এই উপলক্ষ্যে ২৮ নম্বর ওয়ার্ডের গড়পার রোডে আয়োজিত সভা থেকে বক্তারা একে একে নতুন সংসদে নতুন প্রধানমন্ত্রীর স্লোগান তুললেন।

এদিনের সভায় উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, জয়প্রকাশ মজুমদার, কুণাল ঘোষ, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নবজোয়ার যাত্রা ইতিমধ্যে জনজোয়ারে পরিণত হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসুচির সাফল্যে ভয় পেয়ে গিয়েছে বিজেপি। তাই জনসমর্থন না পেয়ে এখন এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। নৌ
এদিন কুণাল বলেন, অভিষেকের নবজোয়ারে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। মানুষের এই সমর্থন বিজেপিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। কী করবে এখন তারা তাই নিয়ে দ্বিধায় বিজেপি নেতৃত্ব।

একাধিক দুর্নীতির মামলা থেকে শুরু করে সাম্প্রতিক রেল দুর্ঘটনা পর্যন্ত নানা ঘটনায় যেভাবে তৃণমূলকে নিশানা করা হচ্ছে তাতে প্রতিহিংসার রাজনীতিই বারবার সামনে আসছে। একুশের নির্বাচনে বাংলার মানুষ তাঁদের যোগ্য জবাব দিয়েছে। এবার সামনে চব্বিশের নির্বাচন। সেখানেও বিজেপিকে ফের যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানান বক্তারা। ওই মঞ্চ থেকে নতুন সংসদ ভবনে নতুন প্রধানমন্ত্রীর পক্ষে জোরালো সওয়াল করেন তৃণমূল নেতৃত্ব।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version