অল্পের জন্য বড়সড় দু*র্ঘটনা হতে হতেও হল না! রক্ষা পেল নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস

শুক্রবারের করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার ক্ষত এখনও শুকোয়নি। বড়সড় প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা ব্যবস্থা। এরইমধ্যে ফের দুর্ঘটনার মুখে পড়তে বসেছিল নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস।যদিও চালকের তৎপরতায় প্রাণে বেঁচে যান যাত্রীরা।ঠিক কী ঘটেছিল?

আরও পড়ুনঃআজ ওভালে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, কোমর বেধে  তৈরি ভারত- অস্ট্রেলিয়া
মঙ্গলবার বিকালে ঝাড়খণ্ডের সাঁওতালডিহি রেল স্টেশনের কাছে বড় দুর্ঘটনা এড়িয়েছে। একটি লেভেল ক্রসিংয়ের গেট ভেঙে ঢুকে পরে ট্রাক্টর। ভুবনেশ্বরমুখী রাজধানী তখন ছুটে আসছে। গেট ভেঙে লাইনে তখন উঠে পড়েছে ট্রাক্টর। তা দেখেই রাজধানীর চালক ব্রেক কষেন।


পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম মণীশ কুমার বলেছেন, ‘সাঁওতালডিহি রেল ক্রসিংয়ে ভোজডি স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছে। রাজধানীর চালক ইমার্জেন্সি ব্রেক কষে পরিস্থিতি সামাল দেন। ওই গেট ম্যানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।’
লেভেল ক্রসিং ভেঙে গাড়ি লাইনে উঠে যাওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু এই ক্ষেত্রে বড় বিপর্যয় ঘটতে পারত। বালেশ্বর দুর্ঘটনার পর গত তিন দিনে ওড়িশায় আরও ছোটখাট তিনটি রেল দুর্ঘটনা ঘটেছ। এসবের মধ্যেই বরাত জোরে বাঁচল রাজধানী এক্সপ্রেস।