Thursday, August 28, 2025

পঞ্চায়েত ভোট কবে? উত্তরে যা বললেন রাজ্যের নবনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহা

Date:

রাজ্যের নতুন নির্বাচন কমিশন (Election Commission) নিযুক্ত হওয়ার পর আজ, বুধবার তাঁর দফতরে গিয়ে দায়িত্ব বুঝে নেন রাজীব সিনহা (Rajeev Sinha)। তাঁকে অভ্যর্থনা জানান দফতরের অন্যান্য আধিকারিকরা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিনেন নতুন নির্বাচন কমিশনার।

খুব স্বাভাবিকভাবেই রাজীব সিনহার কাছে প্রশ্ন যায়, পঞ্চায়েত ভোট কবে হতে পারে? এ প্রসঙ্গে নতুন নির্বাচন কমিশনার জানান, “নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। এক্ষেত্রে আলাদা করে তাদের কোনও ভূমিকা নেই। আইনে যেমনটা লেখা আছে সেভাবেই কাজ হবে।” পাশাপাশি তিনি বলেন, রাজ্য নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা। তাদের কাজের কিছু নিয়ম রয়েছে এবং সেগুলি আইনে উল্লেখিত রয়েছে। সেভাবেই আগামিদিনে তিনি কাজ করতে চান।

প্রসঙ্গত, বেশ কিছুদিন রাজ্য-রাজ্যপাল টানাপোড়েনের পর
নবান্নের প্রস্তাবিত নামেই সিলমোহর দেয় রাজভবন। রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে বেছে নেওয়া হয় প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহাকে। তবে নবান্নের নাম পাঠানোর ২০ দিন পর মিলল সেই সম্মতি। একাধিক চিঠি চালাচালি হয়েছে রাজভবন এবং নবান্নের মধ্যে। অবশেষে রাজভবন নতুন রাজ্য নির্বাচন কমিশনার সংক্রান্ত ফাইল ছেড়ে দেওয়ায় স্বস্তিতে নবান্ন।

প্রশাসনিক মহলের বক্তব্য, সামনেই পঞ্চায়েত ভোট। প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস অবসর নিয়েছেন গত ২৮ মে। এই পরিস্থিতিতে এই শুন্যস্থান পূরণ হওয়া আবশ্যিক ছিল। না হলে পঞ্চায়েত নির্বাচন নিয়েও সংশয় দেখা দিতে পারত। গত ১৮ মে রাজীব সিনহার নাম প্রস্তাব করে রাজভবনে ফাইল পাঠিয়েছিল নবান্ন। তারপরে কেন রাজ্য সরকার রাজীব সিনহার নাম প্রস্তাব করলেন তা জানতে চায় রাজভবন। সেই সংক্রান্ত উত্তর দেওয়ার পর। ফের দ্বিতীয় এবং তৃতীয় নাম চাওয়া হয়। দ্বিতীয় নাম হিসেবে শীর্ষ আমলা অজিত রঞ্জন বর্ধনের নাম পাঠায় নবান্ন। তারপর ফের তৃতীয় নাম চেয়ে পাঠায় রাজভবন। তবে নতুন আর কোনও নাম পাঠানো হবে না বলেই সিদ্ধান্ত নেয় নবান্ন।

উল্লেখ্য, এমন টানাপোড়েনের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ”এই সমস্ত কাজ নিয়ে আজ পর্যন্ত কোনওদিন সমস্যা হয়নি। এই প্রথম এতো সমস্যা হচ্ছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। পুরসভা নির্বাচনও আছে। তাই আমি মাথা নিচু না করেও ফাইল ছাড়তে আবেদন করছি।” মূলত, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরেই এই সংক্রান্ত ফাইল রাজভবন থেকে ছাড়া হয়েছে বলেই আমলা মহলের বক্তব্য।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version