Friday, December 19, 2025

অনুরাগ ঠাকুরের সঙ্গে পাঁচ ঘণ্টার বৈঠক, ১৫ জুন পর্যন্ত স্থগিত কুস্তিগিরদের প্র.তিবাদ

Date:

Share post:

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের আবেদনে সাড়া দিয়ে বুধবার তাঁর বাড়িতে বৈঠক করতে গিয়েছিলেন আন্দোলনকারী কুস্তিগিররা। দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠক শেষে অলিম্পিয়ান বজরং পুনিয়া সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমাদের বলা হয়েছে, দিল্লি পুলিশ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তদন্ত শেষ করবে ১৫ জুনের মধ্যে। তাই আমাদের প্রতিবাদ আন্দোলন ওই দিন পর্যন্ত স্থগিত থাকছে। ১৫ জুনের পর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাব। লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হচ্ছে না। দিল্লি পুলিশ কুস্তিগিরদের বিরুদ্ধে যে এফআইআর করেছিল, তা তুলে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।’’ বৈঠকে বজরং, সাক্ষী মালিক থাকলেও কুস্তিগিরদের আন্দোলনের অন্যতম মুখ বিনেশ ফোগট ছিলেন না।

পুলিশি নিগ্রহের পর গোটা দেশ কুস্তিগিরদের পাশে। চাপের মুখে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশ দ্রুত তদন্ত শেষ করার আশ্বাস দিলেও অভিযুক্ত কুস্তি-কর্তার গ্রেফতারি নিয়ে এদিনের বৈঠকেও কোনও শব্দ উচ্চারণ করেননি ক্রীড়ামন্ত্রী। তবে কুস্তিগিররা তাঁদের একগুচ্ছ দাবি জোরালোভাবেই জানিয়ে এসেছেন সরকারের কাছে। জানা গিয়েছে, পাঁচটি প্রধান দাবি জানিয়েছেন বজরং, সাক্ষীরা। এর মধ্যে জাতীয় কুস্তি ফেডারেশনে মহিলা প্রধান নিয়োগ করার দাবিও জানানো হয়েছে।

কুস্তিগিরদের অন্যতম দাবিগুলির মধ্যে রয়েছে, জাতীয় কুস্তি সংস্থায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা। ফেডারেশনের মাথায় মহিলা প্রধান নিয়োগ করতে হবে। অভিযুক্ত ব্রিজভূষণ এবং তাঁর পরিবারের কেউ যেন জাতীয় কুস্তি সংস্থার সঙ্গে জড়িত থাকতে না পারেন। কুস্তিগিরদের বিরুদ্ধে পুলিশ যে এফআইআর করেছিল, তা খারিজ করতে হবে এবং ব্রিজভূষণকে গ্রেফতার করতে হবে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অভিযোগ জানানোর জন্য কুস্তি সংস্থায় একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হচ্ছে। যে কমিটির মাথায় থাকবেন একজন মহিলা।

আরও পড়ুন- আবারও ওড়িশা! ফের রেল দু.র্ঘটনায় মৃ.ত একাধিক, থমকে গেল করমণ্ডল

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...