Saturday, November 15, 2025

পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণার পরই ফের চক্রান্ত শুরু বিজেপির। নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের জন্য তলব করলো কেন্দ্রীয় এজেন্সি ইডি(ED)। যদিও আগামী ১৩ জুন ইডির ডাকে সাড়া দেবেন না বলে বৃহস্পতিবার নব জোয়ার কর্মসূচির মঞ্চ থেকে স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে পঞ্চায়েত নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর অর্থাৎ ৮ জুলাইয়ের পর ফের তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে এই জিজ্ঞাসাবাদকে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করে কেন্দ্রীয় এজেন্সি ও বিজেপিকে একযোগে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার নদীয়ার কালিয়াগঞ্জে নবজোয়ারের কর্মসূচি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার স্ত্রীকে ছাড়ার ১৫ মিনিট পর আমাকে নোটিশ দিয়েছে ইডি। সিবিআই-ইডির বিরুদ্ধে আমার কোনও অভিমান নেই, ওরা ওদের ডিউটি করছে। কিন্তু আমরা যখন মানুষের সমর্থন পাচ্ছি, তখন হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে।” একইসঙ্গে বলেন, “নবজোয়ার কর্মসূচিকে বাধা দেওয়ার চেষ্টা করছে বিজেপি। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার সময়ই আমাকে নোটিশ পাঠানো হয়।” এরপর কেন্দ্রীয় এজেন্সিকে তোপ দেগে তৃণমূল সাংসদ বলেন, এর আগেও আমাকে ৯-১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দিল্লিতেও তলব করেছিল, গিয়েছি। কিন্তু নিট ফল শূন্য। এর সঙ্গেই তিনি যোগ করেন, ১০-১১ ঘণ্টা করে অপচয়ের সময় আমার নেই। আমি কারও ক্রীতদাস নই। নোটিসের কপি এখনো হাতে পাইনি হাতে পেলে প্রয়োজনে তথ্য জমা দিয়ে দেব।

এ পাশাপাশি বিজেপিকে তোপ দেগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূলে নবজোয়ার দেখে শুভেন্দু অধিকারীর চোখ মুখ শুকিয়ে গেছে। আসলে বিজেপির রাজনীতি কেন্দ্রীয় বাহিনীর উপর নির্ভরশীল। ওদের ইডি একটা ইঞ্জিন আর সিবিআই আরেকটা ইঞ্জিন, এটাই কেন্দ্রের ডবল ইঞ্জিন।” পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যত ক্ষমতা আছে প্রয়োগ করুন, মাথা নত করব না। বিজেপির হাতে আর মাত্র এক বছর সময় আছে। আমাকে যেভাবে দমিয়ে রাখার চেষ্টা চলছে, সেই নজির দেশে কোথাও নেই। একই সঙ্গে চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেন, ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট করুন, দুধ আর জল আলাদা হয়ে যাবে।

একই সুরে শুভেন্দুকে নিশানা করে অভিষেক বলেন,  আমি কেন্দ্রীয় এজেন্সিতে যে তথ্য দিচ্ছি, বিরোধী দলনেতা তা নিয়ে প্রেস কনফারেন্স করছেন কীভাবে? শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপের বিরুদ্ধে আগামিতে সুপ্রিম কোর্টে যাব। বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমার সঙ্গে লড়াই করে পারছেন না এটা প্রমাণিত। তাই সুপরিকল্পিত ভাবে আমাকে , আমার পরিবারকে হেনস্থা করার চেষ্টা চলছে। এরপর হুঁশিয়ারির সুরে তিনি জানান, বাংলার প্রাপ্য আদায়ের আগামী আগস্ট মাসে আমরা দিল্লি চলোর ডাক দেব। এছাড়াও পঞ্চায়েত ভোট প্রসঙ্গে বিরোধীদের বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ১০০ শতাংশ নমিনেশন হবে, বিজেপির ভয় কীসের? বিরোধীরা যেখানে নমিনেশন জমা দিতে পারবেন না, আমাকে ডাকবেন আমি যাব। আসলে ওরা মাঠে খেলতে নামার আগে আম্পায়ারের সঙ্গে সেটিং করে নেয়।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version