Saturday, August 23, 2025

২০২৪-এ প্রধানমন্ত্রী বদল করতে হবে, তৃণমূল কর্মী -সমর্থকদের বার্তা কুণালের

Date:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা উপলক্ষ্যে বরানগরে তাপস রায়ের উদ্যোগে সভা অনুষ্ঠিত হল। ছিলেন সৌগত রায়, ব্রাত্য বসু, মদন মিত্র, কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য প্রমুখ।

বুধবারের সভায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বালেশ্বরে তিন তিনটি ট্রেন একসঙ্গে দুর্ঘটনা। এত লোক মারা গেছেন। সবাই উদ্ধার কাজে ব্যস্ত, সবাই চাইছেন সেখানে পৌঁছতে। কিন্তু সবার পক্ষে তা সম্ভব নয়। বাংলার মুখ্যমন্ত্রী পরদিন ছুটে গিয়েছেন সবার প্রতিনিধি হয়ে। তদারকি করেছেন উদ্ধার কাজের, দেহ শনাক্তকরণের পর ফেরত পাঠানোর ব্যবস্থা করেছেন।
আসলে ট্রেন দুর্ঘটনা থেকে নজর ঘোরাতে হবে , অভিষেকের নবজোয়ার থেকে নজর ঘোরাতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অভিভাবকের মতো গিয়ে তদারকি করছেন সেদিক থেকে নজর ঘোরাত হবে । তাই হাল্লা চলল যুদ্ধে, তাড়াতাড়ি সিবিআই-ইডি পাঠিয়ে দাও। যাতে সারাদিন টিভিতে শুধু সিবিআই ।
এদিন কুণাল প্রশ্ন তোলেন, বাংলার মানুষ কিছু বোঝে না? বাংলার মানুষ জানে, তাদের ভরসার জায়গা একটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি পুরনো অডিও টেপ তিনি উপস্থিত সকলকে শোনান। যেখানে শুভেন্দু মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। অথচ এখন ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচতে বিজেপির ছাতার তলায় গিয়ে জুতো পালিশের রাজনীতি করছে। ওরা বলছে লাইন দিন ২০০০ টাকার নোট বদল করতে। নোটবন্দি করেছে। আপনারা লাইন দেবেন প্রধানমন্ত্রী বদল করার জন্য। এতোটুকু মনোবল হারানোর কোনও কারণ নেই।
এদিন কটাক্ষ করে কুণাল, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার দিন প্রধানমন্ত্রী তিন তিনবার পোশাক বদলের কথা উল্লেখ করেন।
তার স্পষ্ট কথা, ২০২৪-এ দিল্লির লালকেল্লা থেকে ভাষণ দেবেন হাওয়াই চপ্পল পরা, বাংলা তাঁতের শাড়ি পরা বাংলার ঘরের মেয়ে। ইডি-সিবিআই আসুক, যা পারে ওরা করে নিক।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version