Wednesday, November 5, 2025

হে.নস্থা নয়, বৈ.ষম্যের শিকার, ব্রিজভূষণ-এর বিরুদ্ধে অভিযোগ বদল নাবালিকা কুস্তিগিরের বাবার

Date:

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে অভিযোগ বদল এক নাবালিকা কুস্তিগিরের বাবা। ব্রিজভূষণের বিরুদ্ধে মেয়ের হে.নস্থার অভিযোগ করেছিলেন তিনি। বুধবার সেই অভিযোগ প্রত্যাহার করে নেন কুস্তিগিরের বাবা। নিজেই জানিয়েছেন অভিযোগ পরিবর্তনের কথা। কুস্তিগিরের বাবা জানান, তাঁর মেয়ে বৈষম্যের শিকার হওয়ায় রাগের মাথায় সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের অভিযোগ করেছিলেন।

এই নিয়ে কুস্তিগিরের বাবা বলেন,” ব্রিজভূষণ আমার মেয়ের সঙ্গে অসঙ্গত আচরণ করেননি। যৌ.ন নি.গ্রহের কোনও ঘটনা ঘটেনি। কিন্তু আমার মেয়ে বৈষম্যের শিকার হয়েছে। তাতে ফেডারেশনের উপর ক্ষোভ তৈরি হয়। গত ৫ জুন ম্যাজিস্ট্রেটের সামনে আমার বক্তব্য পরিবর্তন করেছি। এই লড়াইয়ে আমি একা ছিলাম। কয়েকজন কুস্তিগির ছাড়া আমায় কেউ সমর্থন করেননি। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। গত ৫ জুন সুপ্রিম কোর্টে স্পষ্ট করে দিয়েছি, ফেডারেশন সভাপতি কোনও রকম হয়রানি করেননি। তবে বৈষম্যের অভিযোগ থেকে সরছি না আমি।”

ওই কুস্তিগিরের বাবার অভিযোগ পরিবর্তনের পরই জল্পনা ওঠে অভিযোগ তুলে নেওয়ার জন্য কি ওই কুস্তিগিরের বাবাকে কোন চাপ দেওয়া হয়েছে কিনা? এই নিয়েও মুখ খুলেন তিনি। কুস্তিগিরের বাবা বলেন,”কোনও রকম লোভ, ভয় বা চাপের ব্যাপার নেই। আমরা নিজেরাই বক্তব্য পরিবর্তন করেছি। আমার মেয়ে নাবালিকা। আমরা মামলা প্রত্যাহার করিনি। শুধু বক্তব্য পরিবর্তন করেছি।”

আরও পড়ুন:কেন বার্সা ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ মেসির? মুখ খুললেন লিও


 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version