Thursday, November 13, 2025

WTC ফাইনাল, দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত, ৫ উইকেট হারিয়ে ১৫১ রান টিম ইন্ডিয়ার

Date:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান ভারতের। ৩১৮ রানে এগিয়ে অজিরা। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অজিঙ্কে রাহানে এবং শ্রীকর ভরত। ২৯ রানে অপরাজিত অজিঙ্কে। ৫ রানে অপরাজিত ভরত।

প্রথম দিনে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩২৭ রান করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে ৪৬৯ রান করেন অজিরা। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও শুরু থেকেই ভালো ব্যাট করতে থাকেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটার। ১২১ রান করেন স্টিভ স্মিথ। ট্রাভিস হেড করেন ১৬৩ রান। ৪৮ রান করেন অ‍্যালেক্স ক‍্যারি। তাদের ব‍্যাটিং-এ ভর করে প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে ৪৬৯ করে অজিরা। ভারতের হয়ে চার উইকেট নেন মহম্মদ সিরাজ। দুটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং শার্দুল ঠাকুর। একটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

জবাবে অজিদের ৪৬৯ রান তারা করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। ব্যর্থতা যেন কাটছেই না ভারত অধিনায়ক রোহিত শর্মার। ২৬ বল খেললেও মাত্র ১৫ রান করেই আউট হয়ে যেতে হয় রোহিতকে। ১৫ বলে ১৩ রান করে আউট হন আইপিএল-এ অরেঞ্জ ক্যাপ জেতা শুভমন গিল। গুজরাত টাইটান্সের জার্সিতে তিনি যতটা উজ্জ্বল, টিম ইন্ডিয়ার সাদা জার্সিতে তিনি ততটাই বর্ণহীন। যার জেরে সমালচনাও শুনতে হয়েছে তাঁকে। কিন্তু ততক্ষণে ভারতের ক্ষতি হয়ে গিয়েছে। কাউন্টি ক্রিকেটে ভালো ফর্মে থাকলেও বড় মঞ্চে আবারও ব্যর্থ চেতেশ্বর পুজারা। ২৫ বল খেলে ১৪ রান করে আউট হন তিনি। বিরাট কোহলিও রান করতে পারেননি। ৩১ বলে ১৪ রান করে আউট হন কিং কোহলিও। এরপর থেকেই চাপ বাড়তে থাকে ভারতীয় দলের। ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। নতুন বলে একেবারেই ভালো খেলতে পারেননি ভারতের ব্যাটাররা। তবে এরপরেই রুখে দাঁড়ান অজিঙ্কে রাহানে এবং রবীন্দ্র জাদেজা। দুই রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন জাদেজা। ৫১ বলে ৪৮ রান করে আউট হন এই অলরাউন্ডার।

আরও পড়ুন:আগামিকাল ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচে নামছেন সুনীলরা, ভারতের মুখোমুখি মোঙ্গোলিয়া


 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version