Sunday, August 24, 2025

দেখতে দেখতে কেটে গেছে ২৭ বছর, অপেক্ষায় থেকেছে দেশ। অবশেষে এসেছে সুখবর। ৭১ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার (71st Miss World Pageant) আসর এবার ভারতে (India)। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে প্রায় দু যুগের বেশি সময় পরে এই সুন্দর অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছে আমাদের দেশ। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অর্গানাইজেশনের চেয়ারপারসন এবং সিইও জুলিয়া মোর্লে (Julia Morley) বলেন, ভারতে ৭১ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসরের কথা ঘোষণা করার সময়ে আমি খুবই আনন্দিত।

ভারতীয় সুন্দরীরা বারবার এই খেতাব নিজেদের কৃতিত্বে জিতে নিয়েছেন। বিশ্বের বুকে ভারতীয় সুন্দরীদের জয়জয়কার হয়েছে। ভারত এমন একটি দেশ যা ছ’বার মিস ওয়ার্ল্ডের শিরোপা জিতেছে। ১৯৬৬ সাল থেকে ভারতীয় সুন্দরীরা বিশ্বসুন্দরীর মুকুট পরেছেন। সেই দেশে এই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার একটা আলাদা গুরুত্ব আছে বটে। সূত্রের খবর এবার প্রতিযোগিতায় ১৩০ জন জাতীয় চ্যাম্পিয়ন তাঁদের নিজেদের দেশের প্রতিনিধিত্ব করবেন। প্রায় একমাস ধরে তাঁরা এই দেশে থাকবেন এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হবেন। জুলিয়া মোর্লে বলেন তিনি প্রায় বছর তিরিশ আগে এই দেশে আসেন আর তখন থেকেই ভারত তাঁর কাছে স্পেশাল। তিনি বলেন, ” আমরা বিশ্বের সঙ্গে এই দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ভাগ করে নিতে বেশ উত্তেজিত। মিস ওয়ার্ল্ড লিমিটেড এবং পিএমই এন্টারটেইনমেন্ট (Miss World Limited and PME Entertainment)মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাকে আকর্ষণী এবং দর্শনীয় করে তুলতে একসঙ্গে কাজ করবে।”

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version