Friday, November 7, 2025

‘আদিপুরুষ’-এর চু.ম্বন বিত.র্কে ঘি ঢাললেন প্রাক্তন ‘সীতা’!

Date:

ভারতীয় দর্শকের মনে আজও সেরার সেরা জায়গাটা ধরে রেখেছেন টেলিভিশনের অভিনেত্রী দীপিকা চিখিলা (Deepika Chikhila)। আসলে রামানন্দ সাগরের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘রামায়ণ’-এ (Ramayan) সীতার ভূমিকায় তাঁকে দেখেই তো ধর্মীয় আবেগে ডুবেছিল রামায়ণের দর্শক। কেটে গেছে কয়েক যুগ, ফের পর্দায় রামায়ণ (Ramayan)। এবার ক্যানভাস আরও বড়। বিগ বাজেট, বিগ স্টার। আগামী ১৬ জুন বড়পর্দায় আসছে প্রভাস, কৃতি এবং সইফ আলি খান অভিনীত ‘আদিপুরুষ’ (Adipurush)। শুরু থেকেই বিতর্ক, তবে সর্বশেষ এই চুম্বন বিতর্কে একটু বেশি মাত্রায় আলোচনায় ‘ আদিপুরুষ’। এবার মুখ খুললেন প্রাক্তন সীতা। “এখনকার দিনে কলাকুশলী না বোঝে চরিত্র, না বোঝে চরিত্রের আবেগ। সিনেমা শেষ হয়ে গেলে তারা আবার পরেরটায় মন দেয়” – দীপিকা চিখিলার (Deepika Chikhila) এই মন্তব্যের পর অনেকেই মনে করছেন আদিপুরুষ (Adipurush) বিতর্কের আগুনে ঘি পড়ল।

ছবি মুক্তির আগে অন্ধ্রপ্রদেশের তিরুমালায় ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির দর্শনে গিয়ে এমন কাণ্ড ঘটালেন পরিচালক এবং নায়িকা, তাতে রীতিমতো ছি ছি রব স্যোশাল মিডিয়ায়। তাঁদের মন্দির দর্শনের ভাইরাল ভিডিওতে পরিচালক এবং নায়িকার কিসিং সিন এখন হটকেক। এবার মুখ খুললেন প্রাক্তন ‘সীতা’। পুজো দিয়ে বেরনোর আগে ওম (Om Raut) তাঁর ছবির নায়িকা কৃতিকে (Kriti Sanon) জড়িয়ে ধরে গালে চুমু খান। এরপরই বিজেপি নেতৃত্ব এর বিরোধিতা করে জানায়, ধর্মীয় স্থানে এ ধরনের অসম্মানজনক কাজ বরদাস্ত করা যায় না। দীপিকা অবশ্য সরাসরি এই প্রসঙ্গ উত্থাপন না করলেও কৃতি যে সীতার চরিত্রের জন্য উপযুক্ত নন সেটাই নিজের বক্তব্যে স্পষ্ট করছেন তিনি। দীপিকা জানান, এ ধরনের ধর্মীয় চরিত্র করার সময় তাঁরা শুধুমাত্র সেটিকে ছবির কাজ হিসাবে দেখতেন না, নিজেরাও চরিত্রগুলি হয়ে উঠতেন। আধ্যাত্মিক যোগাযোগ অনুভব করতেন। কৃতির মধ্যে সেই গভীরতা দেখেননি বলেই তাঁর মত।কিন্তু ওম-কৃতির চুম্বন নিয়ে কী ভাবছেন দীপিকা? তাঁর দাবি, “এই প্রজন্মের কাছে সব কিছুই লঘু। জড়িয়ে ধরা এবং চুমু খাওয়া খুব মিষ্টি একটা ব্যাপার। কিন্তু আমাদের সময় পরিস্থিতি আলাদা ছিল। মানুষ এসে পা ছুঁয়ে যেত।ঈশ্বরের আসনে বসাত। সেখানে চুম্বন কিংবা আলিঙ্গনের স্পর্ধাই হয় না।” প্রাক্তন সীতার কথায় যুগের পার্থক্য স্পষ্ট। কিন্তু সিনে অনুরাগীরা অপেক্ষা করছেন কবে আসবে ১৬ জুন তারিখ।

বিতর্ক হোক বা প্রমোশন , অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে ছবির বাজেটের প্রায় ৮৫ শতাংশ টাকা তুলে নিয়েছে রামায়ণ অবলম্বনে নির্মিত ‘আদিপুরুষ’। তেলঙ্গানায় বিনামূল্যে বিক্রি হয়েছে ছবির ১০ হাজার টিকিট! অভিনেতা রণবীর কাপুর (RK) অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমের মানুষদের ফ্রিতে এই সিনেমা দেখাতে কয়েক হাজার টিকিট কিনে নিয়েছেন বলেই খবর।

 

Related articles

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...
Exit mobile version