Wednesday, November 5, 2025

রিপোর্ট সন্তোষজনক নয়! পুর নিয়োগ দু.র্নীতি মামলায় ফের হাই কোর্টের ভ.র্ৎসনার মুখে ইডি

Date:

ফের কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি রাজ্যে পুর নিয়োগ দুর্নীতির (Municipality Recruitment Scam) তদন্তও চলছে পুরোদমে। তবে সেই তদন্তের যে রিপোর্ট জমা পড়ল আদালতে, আর তা দেখেই রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআই (CBI)- দুই কেন্দ্রীয় সংস্থাকেই ওই মামলায় রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার আদালতে ইডি-র জমা দেওয়া রিপোর্ট দেখে বিচারপতি সিনহা মন্তব্য করেন, এই রিপোর্ট একেবারেই সন্তোষজনক নয়। আগামী ১৪ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

শুক্রবার মুখবন্ধ খামে বিচারপতির সিনহার কাছে রিপোর্ট পেশ করে ইডি। রিপোর্ট দেশে চরম অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদীর উদ্দেশে বিচারপতি বলেন, এই রিপোর্টে নতুন কী আছে? যা যা পদক্ষেপ নিয়েছেন সেগুলো আগেই বলেছিলেন। একটি অনুচ্ছেদ ছাড়া নতুন কোনও তথ্য নেই। সব তথ্যই পুরনো। পাশাপাশি ইডির উদ্দেশে ক্ষুব্ধ বিচারপতির প্রশ্ন, তদন্তের গতি এত শ্লথ কেন? তবে আদালতকে পাল্টা যুক্তি দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন, ঘটনার মূল তদন্ত সিবিআই-র হাতে রয়েছে। আর তার উপর নির্ভর করেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে।

পাশাপাশি এদিন রাজ্যকে ভর্ৎসনা করে বিচারপতি বলেন, একবার সুপ্রিম কোর্টে এসএলপি করছেন, আবার সেটা প্রত্যাহার করছেন। এটা কী হচ্ছে? আইনজীবীরা কি বিনা পয়সায় মামলা করেছেন?। ‘কাদের টাকায় এই মামলা হয়েছে? রাজ্যের এই আচরণ একেবারেই প্রত্যাশিত নয়। এদিকে এদিন হাই কোর্টের কাছে রিপোর্ট পেশের জন্য আরও কিছুটা সময় চাইল সিবিআই। আগামী বুধবার সিবিআই ও ইডিকে আদালতের তরফে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version