Saturday, August 23, 2025

মুখ্যসচিব-ডিজির সঙ্গে বৈঠক, একাধিক জেলাকে ‘স্পর্শ.কাতর’ ঘোষণা কমিশনের

Date:

বৃহস্পতিবারই পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) নির্ঘণ্ট ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiv Sinha)। আর শুক্রবার মুখ্যসচিব (Chief Secretary) হরেকৃষ্ণ দ্বিবেদী ও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর (Manoj Malviya) সঙ্গে বৈঠক সারলেন রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner)। এদিনের বৈঠকে মনোনয়ন পেশ থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত রাজ্যের সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, এদিন প্রাথমিক ভাবে পাঁচ জেলাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে রাজ্য নির্বাচন কমিশন। সেই তালিকায় রয়েছে জলপাইগুড়ি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা।

অন্যদিকে, জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে হওয়া বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করলেন রাজ্য নির্বাচন কমিশনার। তবে এদিন রাজীব সিনহা মনোনয়ন পেশের সময় নিয়ে স্পষ্ট করে জানিয়ে দেন, মনোনয়নপত্র জমা দেওয়া বা তোলার জন্য যতটা সময় দেওয়া হয়েছে, এর থেকে অতিরিক্ত সময় দেওয়া আমাদের পক্ষে কোনওভাবেই সম্ভব নয়।

রাজ্য জুড়ে জারি আদর্শ আচরণ বিধি

  • নতুন কোনও সরকারি প্রকল্প বা কাজের ঘোষণা বা সূচনা করা যাবে না
  • মন্ত্রী বা সমমর্যাদার কোনও জনপ্রতিনিধি রাজনৈতিক প্রচারে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না
  • ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া ব্যবহার করা যাবেনা লাল বাতি গাড়ি বা কনভয়
  • রাত ১০ টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রচার নয়
  • প্রচার শেষ করতে হবে ৬ জুলাই বিকেল পাঁচটায়
  • কোথাও কোনও বাইক মিছিল নয়
  • ভোটে স্পর্শকাতর পাঁচ জেলা
  • ভোটের নিরাপত্তায় রাজ্য পুলিশই
  • প্রয়োজনে আনা হবে ভিন রাজ্যের পুলিশ বাহিনীকে

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন রাজীব সিনহা। বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের দিন ঘোষণা করেন রাজ্য নির্বাচন কমিশনার। আগামী ৮ জুলাই গোটা রাজ্যে একসঙ্গে একদফায় পঞ্চায়েতের ভোট গ্রহণ। ১১ জুলাই ফল ঘোষণা। শুক্রবার অর্থাৎ আজ থেকেই শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ। মনোনয়ন জমার শেষ দিন ১৫ জুন। মনোয়ন স্ক্রুটিনি হবে ১৭ জুন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ জুন।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version