Thursday, August 28, 2025

ফের আফগানিস্তানে (Afghanistan) আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Blast)। এবার বাদাখশান প্রদেশে রাজ্যপালের শেষকৃত্য অনুষ্ঠানেই ঘটল আত্মঘাতী বিস্ফোরণ। জানা গিয়েছে, বৃহস্পতিবার বাদাখশান প্রদেশের রাজধানী ফৈজাবাদে একটি মসজিদে (Moscue) আচমকাই আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের এবং গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

যদিও আফগান স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। বাদাখশান প্রদেশের ভারপ্রাপ্ত রাজ্যপাল নিসার আহমেদ আহমাদির শেষকৃত্য অনুষ্ঠানে এই আত্মঘাতী বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। আফগান মন্ত্রীদের নিশানা করেই এই বিস্ফোরণ ঘটানো হয় বলে দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের।

পাশাপাশি আফগান স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ফৈজাবাদের নবাবি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণটি হয়। ওই মসজিদেই রাজ্যপাল নিসার আহমেদ আহমাদির শেষকৃত্য অনুষ্ঠান চলছিল। আর সেই উপলক্ষ্যে বহু মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। ফলে এদিনের আত্মঘাতী বিস্ফোরণে জখম ৩০ জনের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর। তবে কারা এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটাল তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। ইতিমধ্যে ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ।

 

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version