কেন্দ্রীয় বাহিনীর নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়! পড়শি রাজ্য থেকে স.শস্ত্র পুলিশ আনার ভাবনা রাজ্যের

শুক্রবারই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের সঙ্গে।

0
1

কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব বিরোধীরা। আর শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনে (State Election Commission) গিয়ে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হয়েছেন বিরোধী দলের নেতারা। তবে প্রশাসনিক সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর (Central Force) ব্যাপারে রাজ্য সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, অন্য কয়েকটি রাজ্যের কাছ থেকে ইতিমধ্যেই সশস্ত্র পুলিশ চেয়েছে নবান্ন (Nabanna)। অন্যদিকে, শনিবার থেকে পুলিশের ছুটি বাতিল করেছে রাজ্য সরকার। একমাত্র জরুরি কারণেই ছুটির আর্জি বিবেচনা করা হতে পারে বলে সাফ জানানো হয়েছে।

শুক্রবারই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের সঙ্গে। সূত্রের খবর, সেই বৈঠকে পর্যাপ্ত বাহিনী নিশ্চিত করার পক্ষে সওয়াল করেছে কমিশন। রাজ্যের তরফে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে সব বুথে সশস্ত্র বাহিনী দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা এখনই নেই বলে কমিশনকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। তাঁরা বলেছেন, প্রয়োজনে অন্য রাজ্য থেকে বাহিনী আনার প্রস্তুতি চালাচ্ছে সরকার। প্রশাসনিক সূত্রের অনুমান, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডের মতো রাজ্য থেকে বাহিনী চাইতে পারে নবান্ন।

ইতিমধ্যেই অবশ্য রাজ্য নির্বাচন কমিশন প্রচারের সময়ে বাইক-মিছিল নিষিদ্ধ করেছে। তার লিখিত বার্তা পাঠানো হয়েছে সব জেলাশাসককে।