Wednesday, November 5, 2025

ঠাকুরবাড়ির মন্দিরে জু.তো পরে বাহিনী! মহিলাদের নিগ্র.হ: টুইটে তীব্র নিন্দা অভিষেকের

Date:

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাধা দিতে গিয়ে সবরকম শিষ্টাচার ভাঙলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। ঠাকুরবাড়ির মন্দিরে গোলমাল বাধাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ঢুকে পড়েন শান্তনু। সব জওয়ানদের পায়ে ছিল জুতো। শুধু তাই নয়, ওখানে উপস্থিত মহিলা ভক্তদের শারীরিক নিগ্রহ করা হয়। ঘটনার তীব্র নিন্দা করে টুইটে সরব হন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ার কর্মসূচিতে বিপুল জনপ্লাবন দেখে পায়ের তলার মাটি সরে গিয়েছে BJP-র! সেই কারণে বিভিন্নভাবে তাঁর যাত্রাভঙ্গের চেষ্টা চলছে। কখনও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তলব করে, আবার কখনও লোক সাজিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে রবিবার জনসংযোগ যাত্রায় মতুয়া ঠাকুর বাড়িতে যান অভিষেক। কিন্তু তার আগে তাঁকে বাধা দিতে ব্লু প্রিন্ট (Blue Print) তৈরি করেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। আর রাজনৈতিক বিরোধিতায় সব রকম শিষ্টাচারকে ধুলোয় মিশিয়ে দেন শান্তনু। মতুয়া সম্প্রদায়ের কাছে ঠাকুরবাড়ির অত্যন্ত শ্রদ্ধার এবং ভাবাবেগের জায়গা ঠাকুরবাড়ির মন্দির। অথচ সেই মন্দিরে গোলমাল বাধাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ঢুকে পড়েন শান্তনু। জওয়ানদের সবার পায়ে ছিল জুতো। এই দৃশ্য দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের ভক্তরা। শুধু তাই নয়, অভিষেককে স্বাগত জানাতে যে মহিলা ভক্তরা মন্দিরে দাঁড়িয়ে ছিলেন তাঁদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তিন মহিলাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মন্দিরে দাঁড়িয়েই এই ঘটনার তীব্র নিন্দা করেন অভিষেক।

 

পরে টুইটে শান্তনু ঠাকুর তথা বিজেপিকে তুলোধোনা করেন তিনি। লেখেন, “জুতো পরা সিআইএসএফ জওয়ানদের নিয়ে শান্তনু ঠাকুরের হাঙ্গামা বাধিয়ে ঠাকুরবাড়ি মন্দিরকে অসম্মান করা এবং মহিলা ভক্তদের শারীরিকভাবে হেনস্থা করার তীব্র নিন্দা জানাই। এটি জঘন্য কাজ।তারা রাজনীতির নামে ঠাকুরবাড়ির পবিত্রতা ক্ষুণ্ণ করেছে।ক্ষমতার লজ্জাজনক প্রদর্শন!”

আহত মহিলা ভক্তও হাসপাতালের বেডে শুয়ে জানান, কীভাবে শান্তনু ঠাকুরের অনুগামীরা তাঁকে মাটি ফেলে প্রবল মারধর করে। মন্দিরের পুরোহিতও জানান, ষড়যন্ত্র করে শান্তনু মন্দির বন্ধ করে অভিষেককে আটকানোর চেষ্টা করেন। এদিকে, জুতো পরে মন্দিরে ওঠার ঘটনায় প্রবল ক্ষুব্ধ মতুয়া সম্প্রদায়ের মানুষ।

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version