দ্বিতীয় বাছাই ড্যানিল মেদভেদেভ আগেই ছিটকে গিয়েছিলেন। প্রথম বাছাই আলকারাজও বিদায় নেন সেমিফাইনালে। ফরাসি ওপেনের ফাইনালে তাই দেখা যাবে তৃতীয় বনাম চতুর্থ বাছাইয়ের লড়াই। এ বারও কোনও অখ্যাত খেলোয়াড় এসে চমক দেখাতে পারলেন না।
অন্যদিকে রুডের সুরকির কোর্টে বিশেষ দক্ষতা রয়েছে। ধারাবাহিক ভাবে সুরকির কোর্টে ভাল খেলেছেন তিনি।রুড তরুণ খেলোয়াড়। তাই খেলার মধ্যে একটা ভয়ডরহীন ব্যাপার রয়েছে। শারীরিক ভাবেও বেশি শক্তিশালী। প্রত্যাশার চাপ মাথার উপরে নেই।
