Thursday, August 21, 2025

চেন্নাইয়ের ঘুটঘুটে অন্ধকারে বিমানবন্দরে নামল শাহর কপ্টার, বিজেপি-ডিএমকে তরজা

Date:

দু’দিনের সফরে গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ— এই চার রাজ্যে গিয়েছেন শাহ। শনিবার রাতে চেন্নাইয়ে পৌঁছন তিনি। চেন্নাই বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন নামেন, তখন অন্ধকারে ডুবে বিমানবন্দর সংলগ্ন এলাকা। শুধুমাত্র বিমানবন্দরই নয় শহরের বিস্তীর্ণ এলাকাও অন্ধকারে ডুবেছিল। এই পরিস্থিতিতেই চেন্নাই শহরের উদ্দেশে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

তামিলনাড়ুর শাসকদল ডিএমকে সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছে বিজেপি। তাদের দাবি, অমিত শাহের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাই নেয়নি তামিলনাড়ু সরকার। তামিলনাড়ু বিজেপি এই ঘটনার তদন্ত দাবি করেছে।

যদিও ডিএমকে-র সাফাই, তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা অনেক বেশি।যার ফলে পাওয়ার গ্রিডগুলোর উপর চাপ বৃদ্ধি পেয়েছে। সে কারণেই বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ।এর মধ্যে অন্য কোনও অভিসন্ধি বা চক্রান্ত ছিল না।

কিন্তু বিজেপি ডিএমকে-র এই তত্ত্ব মানতে নারাজ। তামিলনাড়ু বিজেপির সহ সভাপতি কারু নাগারাজন প্রশ্ন তুলেছেন , কেন্দ্রীয় মন্ত্রী বিমানবন্দরে নামার সময় কী ভাবে বিদ্যুৎ চলে যেতে পারে? এর তদন্ত হওয়া উচিত।ডিএমকে মুখপাত্র টিকেএস এলানগোভান বলেছেন, অন্যান্য সময়ের তুলনায় এখন বিদ্যুতের চাহিদা বেশি। তাই মাঝেমধ্যেই বিদ্যুৎ চলে যাচ্ছে।
বিজেপি চাইলে এই ঘটনার তদন্তভার সিবিআইকে দিতে পারে।তামিলনাড়ুর বিদ্যুৎ দফতর জানিয়েছে, বিমানবন্দর সংলগ্ন এলাকায় যে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইন আছে, তা পাওয়ার গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াতেই এই ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক হয় কিছু সময় পরেই।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version