Tuesday, November 11, 2025

রাজনৈতিক সৌহার্দ্য: মনোনয়ন পর্বে বিরোধী প্রার্থীদের গোলাপ-জল তৃণমূলের

Date:

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকে শাসকদলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলছে বিরোধীরা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। আর তার প্রমাণও মেলেছে সোমবার পশ্চিম বর্ধমানের সালানপুরে (Salanpure)। মনোনয় জমা দিতে যাওয়া বিরোধীদের সেখানে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানালেন শাসকদলের কর্মী-সমর্থকরা। চা-জল দিয়ে আপ্যায়নও করা হয়।

মনোনয়নের প্রথম দিন থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির খবর মিলছে। অভিযোগের আঙুল শাসকদলের বিরুদ্ধে তুলছে বিরোধীরা। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও অশান্তিতে তাঁদের দল জড়িত না। দলীয় কর্মী-সমর্থকদের প্ররোচনায় পা না দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এদিন সালানপুর ব্লকে মনোনয়ন কেন্দ্রের বাইরে অন্য ছবি। সকালে থেকেই সেখানে জড়ো হন তৃণমূল কর্মীরা। CPIM, Congress, BJP প্রার্থীরা মনোনয়ন জমা দিতে এলে, তাঁদের হাতে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হয়। গরমে ঘেমে আসা প্রার্থীদের হাতে দেওয়া হয় জলের বোতল। চা-ও খাওয়ানো তৃণমূলের তরফ থেকে।

বারাবনির ব্লক তৃণমূলের সহ-সভাপতি ভোলা সিং বলেন, তাঁদের ব্লকে কোনও গোলমাল চান না তাঁরা। শান্তিপূর্ণ নির্বাচন হোক। সবাই যেন মনোনয়ন জমা দিতে পারেন সেদিকেই লক্ষ্য তাঁদের। অশান্তি নয়, উন্নয়নের খতিয়ান সামনে রেখে ভোট করতে তৎপর তাঁরা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিরোধীরাও। এরকম পরিবেশ থাকলে কোথাও কোনও অশান্তি হবে না।

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version