Tuesday, August 26, 2025

খায়রুল আলম, ঢাকা

তাঁদের সম্পর্ক (Relation) বরাবরই মধুর। একে অপরকে নিজের বোন বলে সম্বোধন করেন। দুজনের সুসম্পর্কের কথা কারোরই অজানা নয়। প্রতিবছরের মতো চলতি বছরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আম (Mangoes) উপহার দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina)। তবে কয়েক কেজি নয়, ১২০০ কেজি আম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উপহার দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রতিবছরই এই নির্দিষ্ট সময়ে মমতাকে আম সহ বিভিন্ন উপহার দেন হাসিনা। সেই রীতি এখনও বজায় রয়েছে। সোমবার রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম মমতাকে উপহার দিলেন হাসিনা। এই উপহার দু’দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্য বাড়াবে বলেই মত রাজনৈতিক মহলের।

জানা গিয়েছে, সোমবার দুপুর ১২টা নাগাদ বেনাপোল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে উপহার হিসাবে আম পাঠানো হয়। এদিন বাংলাদেশ উপ-হাইকমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকর্তা কাউসার সারোয়ার আমের বক্সগুলো হস্তান্তর করেন। এর আগে সকাল ১০টা নাগাদ সড়ক পথে বেনাপোল স্থলবন্দরে উপহারের আম পৌঁছায়। বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বেনাপোল বন্দর দিয়ে উপহারের আম পাঠানো হলো কলকাতায়।

বাংলাদেশ উপ-হাই কমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকর্তা কাউসার সারোয়ার বলেন, এই আম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা। এই আম বিনিময়ের মাধ্যমে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। এর আগে গত বছরও মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও এক ট্রাক রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী হাসিনা।

 

 

 

Related articles

বনতারায় কতটা সুরক্ষিত পশুরা: জানতে SIT গঠন সুপ্রিম কোর্টের

বিপদগ্রস্ত পশুদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রীর নজর কাড়ার চেষ্টা চালিয়েছিল গুজরাটের বনতারা (Vantara)। এবার প্রশ্ন উঠেছে সেখানে দেশের ও...

কীভাবে দুর্নীতিবাজদের সমর্থন করতে হয় মোদিকে দেখে শিখুন! তীব্র কটাক্ষ তৃণমূলের

দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে বাংলায় এসে বড় বড় কথা বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুর্নীতিবাজদের সঙ্গে সর্বক্ষণ...

ট্রাম্পের শুল্কবাণে অস্থিরতা শেয়ার বাজারে! পড়ছে সেনসেক্স-নিফটি

আমেরিকার(USA) ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ধরাশায়ী শেয়ার বাজার(Share Market)। দেশের শেয়ার বাজারে ব্যাপক ধস। দুপুর...

‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা কেন? গর্জে উঠলেন মমতা

ভিনরাজ্যে ‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। মঙ্গলবার, বর্ধমান শহরের পরিষেবা প্রদান মঞ্চ...
Exit mobile version