রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) দামামা বেজে গিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের(State Election Commission) তরফে দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। আর এমন আবহে ফের কেন্দ্রীয় বঞ্চনার (Central Govt Negligence) বিরুদ্ধে পথে নামার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের (TMC)। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে জোড়া মিছিলের ডাক দিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে শহরের দুই প্রান্ত থেকে মিছিলের নেতৃত্ব দেবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ও সাংসদ মালা রায় (Mala Roy)। দুপুর তিনটের পর শুরু হবে মিছিল।

১০০ দিনের কাজের টাকা সহ একাধিক বিষয়ে বাংলাকে বঞ্চনার অভিযোগে ফের কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। মহিলা তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার একদিকে যেমন বিকেল সাড়ে তিনটে নাগাদ মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে চলবে। এই মিছিলের নেতৃত্ব দেবেন চন্দ্রিমা ভট্টাচার্য।

আরেকটি মিছিল বেরোবে গোলপার্ক থেকে রাসবিহারী পর্যন্ত। বিকেল ৩টে ৪৫ নাগাদ গোলপার্ক থেকে বেরনো মিছিলে নেতৃত্ব দেবেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বারবার পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন মহিলা তৃণমূল নেতৃত্ব।
