Friday, August 22, 2025

রবিবাসরীয় শহরে ‘ওহ লাভলি’র সুর, মুক্তি পেল মদন মিত্রের মিউজিক ভিডিও!

Date:

রাজনীতির ময়দানে থেকেও অনায়াসে যে কালারফুল বয় (Colourful Boy) হয়ে ওঠা যায় সেটা সাবলীল ভাবে প্রমাণ করেছেন কামারহাটির (Kamarhati) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বিনোদন জগতের তারকাদের সঙ্গে অবিরাম ওঠা পড়া। সেলিব্রেটি নায়িকাদের বিশেষ বিশেষ দিনে মদন মিত্রের (Madan Mitra) উপস্থিতি বিধায়কের বিনোদন জগতে আত্মপ্রকাশ করার ইঙ্গিত দিচ্ছিল। অবশেষে সেটা সত্যি হল। চলতি বছরের আগস্ট মাসে মুক্তি পেতে চলছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের ডেবিউ সিনেমা ‘ওহ লাভলি’(Oh Lovely)। হরনাথ চক্রবর্তীর (Haranath Chakraborty) প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। তবে উল্লেখযোগ্য বিষয় হল এই সিনেমাতে তিনি আবার গায়কও বটে। রবিবার এই সিনেমারই মিউজিক ভিডিও (Music Video) লঞ্চ হল। যেখানে শোনা গেলে মদন মিত্রের কণ্ঠ, ” আই অ্যাম এ লাভলি ম্যান, অলসো এ গুড হিউম্যান।”

চলতি বছরের জামাইষষ্ঠীর দিন দুই পেল্লায় মাছ নিয়ে ‘কালারফুল’ তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra) প্রকাশ্যে আসেন। কার বাড়ি যাচ্ছেন? উত্তরে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’কে রসিক মদন জানান, এই মাছ বাংলার সব জামাইদের উদ্দেশ্যে। সব শ্বশুর ও জামাইদের শুভেচ্ছা জানান তিনি। যাঁরা আজ জামাইষষ্ঠী পালন করতে পারছেন না, তাঁদের জন্য কয়েক দিনের মধ্যে বিশাল করে ‘গণ জামাইষষ্ঠী’ পালন করবেন বলেও জানান কামারহাটির বিধায়ক। সেইদিন এই গানের ঝলক মিলেছিল। রবিবার দেখা আর শোনা গেল গানের ফুল ভার্সন। এই অ্যালবামে মদন মিত্রের সঙ্গে গান গেয়েছেন সুস্মিতা মুখোপাধ্যায়। মিউজিক ভিডিওর দৃশ্যায়নে ধুতি পাঞ্জাবি পরে গান করতে দেখা যাচ্ছে মদন মিত্রকে। মিউজিক লঞ্চের অনুষ্ঠানে সিনেমার অন্যান্য কলাকুশলীদের সঙ্গে গানের গলা মেলান মদন মিত্রও। চলতি বছরেই ‘ওহ লাভলি’ সিনেমাটি মুক্তি পেতে চলেছে। রাজ্যের ১০০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো হবে বলে জানান বিধায়ক মদন মিত্র।

দক্ষ নেতা সিলভার স্ক্রিনে কত বড় অভিনেতা হয়ে উঠতে পারেন তা জানতে আপাতত কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কিন্তু রঙিন মেজাজের ‘লাভলি বয়’কে নতুন অবতারে শুনতে মন্দ লাগছে না, বলছে টলিউড।

 

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version