Saturday, November 8, 2025

জয়নগরে নবজোয়ার কর্মসূচির ফাঁকে র.ক্ত দিয়ে মানুষের মন জয় অভিষেকের

Date:

দেখতে দেখতে ৪৯দিন পার। গত ২৫ এপ্রিল কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝড়, জল, দাবদাহ উপেক্ষা করে রাজ্যের সমস্ত জেলা চোষে ফেলেছেন তিনি। শুনেছেন মানুষের অভাব-অভিযোগ। করেছেন প্রতিকার। রাস্তা আর মাঠের তাঁবু ছিল তাঁর ঠিকানা।তৃণমূলে নবজোয়ারে জনজোয়ারে ভাসতে ভাসতে কর্মসূচির একেবারে অন্তিম পর্বে দাঁড়িয়ে অভিষেক। আজ ৪৯তম দিনে তিনি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে যান। সেখানকার মিউনিসিপ্যালিটি ময়দানে এক রক্তদান অনুষ্ঠানে যোগ দেন। এবং নিজেও রক্তদান করেন।

অন্যদিকে, আজ বিশ্ব রক্তদাতা দিবস। এমন এক মহৎ দিনে নবজোয়ার কর্মসূচির ফাঁকে রক্ত দিয়ে জয়নগরবাসীর মন জয় করেন অভিষেক। বুধবার কাঠফাটা রোদে দাঁড়িয়ে বারুইপুরে রোড-শো করব অভিষেক। কিন্তু তাতেও ক্লান্তিহীন। বারুইপুরে কর্মসূচি শেষ করে বিকেলে অভিষেক পৌঁছন জয়নগরে। মিছিল করে জনসংযোগ করতে থাকেন। তারই মেখে পৌঁছে যান রক্তদান শিবিরে যান। আর সেখানে গিয়েই স্থির করেন, তিনি নিজেও রক্ত দেবেন। সেইমতো ক্যাম্পে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান। এরপর রক্তদান করেন। এই ছবি দেখার পর বলতেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি যুবসমাজের এনার্জি।

আরও পড়ুন- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিট গঠন নয়! কালিয়াগঞ্জকাণ্ডে বড় সিদ্ধান্ত হাইকোর্টের 

উল্লেখ্য, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে শেষ জেলা এই দক্ষিণ ২৪ পরগনা। আগামী ১৬ জুন কর্মসূচি শেষ হবে এই জেলাতেই। সেদিন কাকদ্বীপে নবজোয়ারে যোগ দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version