Sunday, August 24, 2025

জয়নগরে নবজোয়ার কর্মসূচির ফাঁকে র.ক্ত দিয়ে মানুষের মন জয় অভিষেকের

Date:

দেখতে দেখতে ৪৯দিন পার। গত ২৫ এপ্রিল কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝড়, জল, দাবদাহ উপেক্ষা করে রাজ্যের সমস্ত জেলা চোষে ফেলেছেন তিনি। শুনেছেন মানুষের অভাব-অভিযোগ। করেছেন প্রতিকার। রাস্তা আর মাঠের তাঁবু ছিল তাঁর ঠিকানা।তৃণমূলে নবজোয়ারে জনজোয়ারে ভাসতে ভাসতে কর্মসূচির একেবারে অন্তিম পর্বে দাঁড়িয়ে অভিষেক। আজ ৪৯তম দিনে তিনি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে যান। সেখানকার মিউনিসিপ্যালিটি ময়দানে এক রক্তদান অনুষ্ঠানে যোগ দেন। এবং নিজেও রক্তদান করেন।

অন্যদিকে, আজ বিশ্ব রক্তদাতা দিবস। এমন এক মহৎ দিনে নবজোয়ার কর্মসূচির ফাঁকে রক্ত দিয়ে জয়নগরবাসীর মন জয় করেন অভিষেক। বুধবার কাঠফাটা রোদে দাঁড়িয়ে বারুইপুরে রোড-শো করব অভিষেক। কিন্তু তাতেও ক্লান্তিহীন। বারুইপুরে কর্মসূচি শেষ করে বিকেলে অভিষেক পৌঁছন জয়নগরে। মিছিল করে জনসংযোগ করতে থাকেন। তারই মেখে পৌঁছে যান রক্তদান শিবিরে যান। আর সেখানে গিয়েই স্থির করেন, তিনি নিজেও রক্ত দেবেন। সেইমতো ক্যাম্পে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান। এরপর রক্তদান করেন। এই ছবি দেখার পর বলতেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি যুবসমাজের এনার্জি।

আরও পড়ুন- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিট গঠন নয়! কালিয়াগঞ্জকাণ্ডে বড় সিদ্ধান্ত হাইকোর্টের 

উল্লেখ্য, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে শেষ জেলা এই দক্ষিণ ২৪ পরগনা। আগামী ১৬ জুন কর্মসূচি শেষ হবে এই জেলাতেই। সেদিন কাকদ্বীপে নবজোয়ারে যোগ দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version