Friday, August 29, 2025

পঞ্চায়েত নির্বাচনের আগে বড় পদক্ষেপ! রাজ্যের অতিরিক্ত নির্বাচন কমিশনারের দায়িত্বে সঞ্জয় বনশল

Date:

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) দিন ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজ্যের একাধিক জেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পুলিশকে। আর এমন আবহে বড় সিদ্ধান্ত নিল রাজ্য। বুধবার রাজ্য নির্বাচন কমিশনের অতিরিক্ত কমিশনার হিসাবে নয়া দায়িত্ব পেলেন আইএএস সঞ্জয় বনশল (Sanjay Banshal)। সূত্রের খবর, কমিশনার রাজীব সিনহাকে (Rajib Sinha) সাহায্য করার জন্যই তাঁকে অতিরিক্ত কমিশনার (Additional Commissioner) হিসেবে নিয়োগ করা হয়েছে। জানা গিয়েছে, বুধবার থেকেই দায়িত্বগ্রহণ করেছেন তিনি।

কয়েকদিন আগেই রাজ্যের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজীব সিনহা। দায়িত্ব নেওয়ার পরেই তিনি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছেন। এর মধ্যেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে একের পর এক মামলাও চলছে হাই কোর্টে। রয়েছে ভোটের নিরাপত্তা নিশ্চিত করার কাজও। সব মিলিয়ে আগামী কয়েকদিন নির্বাচন কমিশনের কাজের চাপ যে অনেকটাই বাড়বে তা দিনের আলোর মতো পরিষ্কার। আর এমন আবহে সঞ্জয় বনশল সেই সমস্ত কাজে রাজীব সিনহাকে সাহায্য করবেন। আর সেকারণেই তাঁকে নতুন দায়িত্বে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে আইএএস কর্তা সঞ্জয় এর আগে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিব পদের দায়িত্ব সামলেছেন। তবে এবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার কাজে নবনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীবকে সাহায্যে করবেন তিনি। মূলত পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে তাকিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে রাজ্য। আর সেদিকে তাকিয়ে এমন সিদ্ধান্ত বেশ গুরুত্বপূর্ণ বলেই মত অভিজ্ঞ মহলের।

 

 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version