Saturday, November 8, 2025

প্রথমে ঠিক ছিল আগামী ৪ জুলাই নির্বাচন হবে ভারতীয় কুস্তি ফেডারেশনের। এ বিষয়ে যাবতীয় কাজকর্ম শুরু করেছিলেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তারা। বুধবার বৈঠকের পর ঘোষণা হল, দুদিন পিছিয়ে আগামী ৬ জুলাই হবে কুস্তি সংস্থার নির্বাচন। যে নির্বাচনে যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংহ বা তাঁর পরিবারের কেউ অংশ নিতে পারবেন না। জম্মু ও কাশ্মীর উচ্চ আদালতের প্রাক্তন প্রধান বিচারপতি তথা জাতীয় কুস্তি সংস্থার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মহেশ মিত্তল কুমার এই বিজ্ঞপ্তি জারি করেছেন।

সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন। ফেডারেশনের এই নির্বাচনকে পরিচালনা করার জন্য দায়িত্ব পেয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রধান বিচারপতি মহেশ মিত্তাল কুমার। তাঁকে এই দায়িত্ব দিয়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন।যতদিন না কুস্তি ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ততদিন নির্বাচনের যাবতীয় কাজের বিষয়-সহ সমস্ত সিদ্ধান্ত মহেশ মিত্তাল আলোচনা করবেন কুস্তি ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্যদের সঙ্গে।অবশ্য এই মুহূর্তে কুস্তি ফেডারেশনে ব্রিজভূষণের পাশাপাশি তাঁর পুত্রও অফিশিয়াল পদে আসীন রয়েছেন।উল্লেখ্য, ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে তাঁকে অপসারণ ও গ্রেফতারের দাবি জানিয়েছিলেন জাতীয় কুস্তিগীররা। দীর্ঘ দেড়মাস ধরে দিল্লির যন্তর-মন্তরের সামনে এই আন্দেলান করেছিলেন তাঁরা।তাঁদের এই আন্দোলনে দেশের ক্রীড়াবিদদের পাশাপাশি সমর্থন জানিয়েছিলেন বিদেশের ক্রীড়াবিদরাও। এছাড়া দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতারা আন্দোলনরত কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে কঠোর সমালোচনা করেছিলেন ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version