Saturday, November 8, 2025

পঞ্চায়েত নির্বাচনে বঙ্গে পর্যবেক্ষক নিয়োগ মানবাধিকার কমিশনের, আদালতে নির্বাচন কমিশন

Date:

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election) রাজ্যে মানবাধিকার(Human Rights) লঙ্ঘিত হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে উপযাজক হয়ে বাংলায় পর্যবেক্ষক নিয়োগ করেছে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন। কমিশনের এহেন পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের(Kolkata HighCourt) দ্বারস্থ হল নির্বাচন কমিশন(Election Commission)। বুধবার এই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়ে রাজ্য নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য মানবাধিকার কমিশনে এভাবে স্বতঃপ্রণোদিত ভাবে পর্যবেক্ষক নিয়োগ করা সম্পূর্ণ বেআইনি।

 

নির্বাচন কমিশনের তরফে মানবাধিকার কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করে বলা হয়েছে, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ করার অধিকার শুধুমাত্র নির্বাচন কমিশনের হাতেই ন্যস্ত রয়েছে। ফলে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে এভাবে পর্যবেক্ষক নিয়োগ করার কোনও এক্তিয়ার নেই। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে আগামী বৃহস্পতিবার বা শুক্রবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নিজেদের প্রতিনিধি ঢুকিয়ে বিজেপিকে ফায়দা দিতে তৎপর কেন্দ্রের মোদি সরকার। যার জেরেই রাজ্যে একের পর এক কমিশন আগেও পাঠিয়েছে কেন্দ্র। বিজেপি সূত্রে খবর, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরর সাক্ষাতের পর শুভেন্দুর তরফে শাহকে রাজ্যের সাংগঠনিক বেহাল অবস্থা তুলে ধরে অনুরোধ করা হয় পঞ্চায়েতে সাফল্য পেতে গেলে কেন্দ্রীয় এজেন্সির পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ও অন্যান্য কমিশনগুলিকেও বঙ্গে চাই। সেই মতো স্বশাসিত হলেও বিজেপির দলদাসে পরিণত হওয়া মানবাধিকার কমিশন উপযাজক হয়ে বাংলায় পর্যবেক্ষক নিয়োগ করেছে। এর বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হল নির্বাচন কমিশন।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version