Friday, August 22, 2025

ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট দিল্লি পুলিশের, শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগ

Date:

দীর্ঘ টালবাহানার পর অবশেষে কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের(Brijbhushan Sharan Singh) বিরুদ্ধে ৪ সিট জমা দিল দিল্লি পুলিশ। বিশ্বজয়ী কুস্তিগীরদের আন্দোলনের কাছে মাথানত করে অবশেষে মহিলাদের শ্লীলতাহানি, যৌন হেনস্তা-সহ বেশ কয়েকটি ধারার উল্লেখ করে এই চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ(Delhi Police)। যদিও পকসোর আওতায় থাকা অভিযোগ খারিজ করার সুপারিশ করেছে পুলিশ।

কুস্তিগীরদের যৌন হেনস্থা মামলায় ব্রিজ ভূষণের বিরুদ্ধে ১৫ জুনের মধ্যেই চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল দিল্লি পুলিশকে। বৃহস্পতিবার চার্জশিট প্রকাশ করে দিল্লি পুলিশের তরফে জানানো হয়, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে রয়েছে মহিলাদের শ্লীলতাহানি, যৌন হেনস্তার মতো অভিযোগ। এছাড়াও ‘স্টকিং’ বা মহিলা কুস্তিগিরদের পিছু নেওয়ারও অভিযোগ রয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধি অনুসারে একাধিক অভিযোগ আনা হয়েছে বিজেপি সাংসদের বিরুদ্ধে।

তবে একাধিক ধারা অভিযোগ দায়ের হলেও পকসো আইনে ব্রিজভূষণের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করেছে পুলিশ। এক নাবালিকা কুস্তিগীরের বয়ানের ভিত্তিতে এই আইনে অভিযোগ দায়ের করে তদন্ত করছিল পুলিশ। তবে তদন্ত চলাকালীন বয়ান পাল্টে ফেলেন নাবালিকার বাবা। যার ভিত্তিতে পরে সেই অভিযোগ খারিজ করে পুলিশ। তবে এই অভিযোগ আদেও খারিজ হবে কিনা আগামী ৪ জুলাই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version