ফের রাজধানী শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার দুপুরে দিল্লির (Delhi) মুখার্জি নগরের একটি বহুতলের এক কোচিং সেন্টারে (Coaching Centre) ভয়াবহ আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপরই ছাত্রছাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণে বাঁচতে কোচিং সেন্টারের জানলা দিয়ে ঝাঁপ দেয় ছাত্রছাত্রীরা। অনেক ছাত্রছাত্রীদের (Students) আবার দেখা যায় প্রাণে বাঁচতে দড়ি বেয়ে নীচে নামার চেষ্টা করতে।

বৃহস্পতিবার দুপুরে আচমকাই এমন দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন। জোরকদমে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে দমকলবাহিনী। পাশাপাশি কোচিং সেন্টারে আটকে পড়া ছাত্রছাত্রী সহ বহুতলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ জায়গায় নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, এদিন দুপুরে মুখার্জি নগরের ওই বহুতলে সংস্কৃতের একটি কোচিং সেন্টার ছিল। কিন্তু আচমকাই দুপুর ১২টা নাগাদ কোচিং সেন্টারটিতে আগুন লেগে যায়। সেই সময় ঘটনাস্থলে অনেক পড়ুয়া উপস্থিত ছিলেন। আর আচমকাই আগুন নজরে আসতে আতঙ্কে প্রাণে বাঁচতে অনেকে কোচিং সেন্টারের জানলা দিয়ে ঝাঁপ দেয়। আবার অনেকে জানলা থেকে দড়ি বেয়ে নীচে নেমে আসে। পড়ুয়াদের ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তারপর খবর পেয়েই সাড়ে ১২টা নাগাদ দমকলের ১১টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনীও। তবে এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে কোচিং সেন্টার সহ বহুতলটি খালি করে জোরকদমে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলবাহিনী। পাশাপাশি বহুতলে আটকে থাকা বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে জোরকদমে।

তবে এদিন দিল্লি দমকল বাহিনীর প্রধান জানান, কোচিং সেন্টারটির মিটার বক্স থেকেই আগুন ছড়িয়ে পড়েছিল। তবে পুলিশ ও দমকল বাহিনীর তৎপরতায় কোচিং সেন্টার সহ গোটা বহুতলটি খালি করা হয়। বর্তমানে সেখানে কেউ আটকে নেই বলে জানিয়েছে দিল্লি পুলিশ। তবে এদিন কোচিং সেন্টার থেকে বের করার সময় কয়েকজন পড়ুয়া কমবেশি আহত হয়েছেন বলে খবর। তবে এই অগ্নিকাণ্ডে কারও প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
