সংসদের মধ্যেও নিরাপদ নন মহিলারা! অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশের পার্লামেন্টে (Australian Parliament) মহিলা সেনেটরের যৌন নিগ্রহের শিকার হওয়ার অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার অস্ট্রেলিয়ার (Australia) অভিযুক্ত সেনেটরকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হল। ইন্ডিপেন্ডেন্ট সেনেটর লিডিয়া থর্প (Independent Senator Lydia Thorpe) সেনেটে ভাষণ দেওয়ার সময় রীতিমতো ভেঙে পড়েন। তিনি অভিযোগ করেন এই পার্লামেন্টেই তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে। তারপরে একই দাবিতে সরব হন আরও দুই অজি সেনেটর। টানা তিনবার অভিযোগ পেয়ে অভিযুক্ত ডেভিড ভ্যানকে (David Van)তাঁরই দলের নেতা পিটার ডাটন পদত্যাগ করতে বলেন ।
লিবারাল দলের নেতা ডাটন বলেন, যত তাড়াতাড়ি স ম্ভব ডেভিড ভ্যানের পদত্যাগ করা উচিত। তিনি বলছেন দলীয় সদস্যপদ খারিজ করতে অনেকটা সময় লাগবে। তাই অভিযুক্তের উচিত নিজে থেকেই পদিত্যাগ করা। গোটা ঘটনায় যথেষ্ট অসন্তুষ্ট লিবারাল সেনেটর ডেভিড ভ্যান। তাঁর পদত্যাগের দাবি যেভাবে জোরালো হচ্ছে তা শুনে ভ্যান বলেছেন, “আমার বিরুদ্ধে যা অভিযোগ সেটা খুবই অসম্মানজনক।” যদিও তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করেছেন লিডিয়া থর্প।