Sunday, August 24, 2025

বিলাসবহুল গাড়ি কিনে সব পদ হারালেন কেরালার কমরেড, আলিমুদ্দিন শুনছে!

Date:

বিলাসবহুল গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছেন বাম শ্রমিক সংগঠনের নেতা। খবর শীর্ষ নেতৃত্বের কানে যেতেই সব পদ থেকে সরানো হল কেরল সিপিএমের (CPIM) শ্রমিক সংগঠনের নেতা পিকে অনিল কুমারকে (PK Anil Kumar)। তিনি CITU অনুমোদিত কেরল পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু সম্প্রতি ৫০ লাখ টাকার বিলাসবহুল ‘মিনি কুপার’ গাড়ি চড়ে ঘুরছিলেন। এটা জানার পরেই তাঁকে সরানো হয়। তবে, ২২ লাখ টাকা গাড়ি চড়া বঙ্গ সিপিএমের নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh) এখনও সব পদ অলংকৃত করেই বসে আছেন।

৫০ লক্ষ টাকা দিয়ে বিলাসবহুল গাড়ি ‘মিনি কুপার’ কিনেছেন সিপিএম নেতা পিকে অনিল কুমার। যদিও তাঁর দাবি, স্ত্রী ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরি করেন। তিনিই গাড়িটি কিনেছেন। যেমন, শতরূপ ঘোষ দাবি করেছিলেন বাবার অবসরকালীন পাওয়া টাকাতেই ২২ লাখি গাড়ি কিনেছেন তিনি। সেই কথা মেনে আলিমুদ্দিন তাঁকে ক্লিন চিট দেয়। শুধু তাই নয়, আলিমুদ্দিনে বসে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেন শতরূপ। তবে, সিপিএমের এর্নাকুলাম জেলা কমিটি এবং জেলা সম্পাদকমণ্ডলি সেই পদে হাঁটেনি। তাদের বৈঠকে অনিলকে নিয়ে সিদ্ধান্ত হয়। কেরল সিপিএমের রাজ্য সম্পাদক এমভি গোবিন্দন জানান, দলের সদস্য হিসেবে এখনও অনিলকে রাখলে তা দলের নীতির বিরোধী হবে। এটা সাধারণ মানুষকে সিপিএমের সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে। তার পরেই অনিলকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেরলের সিপিএম।

বঙ্গ সিপিএমের যুবনেতা শতরূপ ঘোষের বিলাসবহুল গাড়ি নিয়েও বিতর্কের ঝড় ওঠে। সেই সময় আলিমুদ্দিন অবশ্য শতরূপকে পদ থেকে সরায়নি। বরং পাশে দাঁড়ায়। সিপিএমের রাজ্য দফতরের বসেই গাড়ি নিয়ে সাফাই দেন শতরূপ। তবে কারণ না জানাতে পেরে কুৎসিত ব্যক্তি আক্রমণের পথে হাঁটেন শতরূপ। যা নিয়ে তার বিরুদ্ধে মামলাও হয়। তবে, এখনও স্বপদে বহাল আছেন শতরূপ। বিভিন্ন টিভি চ্যানেলে সিপিএমের মুখ হয়ে যান তিনি। তবে, কেরালার সিপিএম সেই রাস্তায় হাঁটেনি। অভিযোগ পেয়েই পদ থেকে সরানো হল অনিলকে।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version