Saturday, November 15, 2025

বিলাসবহুল গাড়ি কিনে সব পদ হারালেন কেরালার কমরেড, আলিমুদ্দিন শুনছে!

Date:

বিলাসবহুল গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছেন বাম শ্রমিক সংগঠনের নেতা। খবর শীর্ষ নেতৃত্বের কানে যেতেই সব পদ থেকে সরানো হল কেরল সিপিএমের (CPIM) শ্রমিক সংগঠনের নেতা পিকে অনিল কুমারকে (PK Anil Kumar)। তিনি CITU অনুমোদিত কেরল পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু সম্প্রতি ৫০ লাখ টাকার বিলাসবহুল ‘মিনি কুপার’ গাড়ি চড়ে ঘুরছিলেন। এটা জানার পরেই তাঁকে সরানো হয়। তবে, ২২ লাখ টাকা গাড়ি চড়া বঙ্গ সিপিএমের নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh) এখনও সব পদ অলংকৃত করেই বসে আছেন।

৫০ লক্ষ টাকা দিয়ে বিলাসবহুল গাড়ি ‘মিনি কুপার’ কিনেছেন সিপিএম নেতা পিকে অনিল কুমার। যদিও তাঁর দাবি, স্ত্রী ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরি করেন। তিনিই গাড়িটি কিনেছেন। যেমন, শতরূপ ঘোষ দাবি করেছিলেন বাবার অবসরকালীন পাওয়া টাকাতেই ২২ লাখি গাড়ি কিনেছেন তিনি। সেই কথা মেনে আলিমুদ্দিন তাঁকে ক্লিন চিট দেয়। শুধু তাই নয়, আলিমুদ্দিনে বসে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেন শতরূপ। তবে, সিপিএমের এর্নাকুলাম জেলা কমিটি এবং জেলা সম্পাদকমণ্ডলি সেই পদে হাঁটেনি। তাদের বৈঠকে অনিলকে নিয়ে সিদ্ধান্ত হয়। কেরল সিপিএমের রাজ্য সম্পাদক এমভি গোবিন্দন জানান, দলের সদস্য হিসেবে এখনও অনিলকে রাখলে তা দলের নীতির বিরোধী হবে। এটা সাধারণ মানুষকে সিপিএমের সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে। তার পরেই অনিলকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেরলের সিপিএম।

বঙ্গ সিপিএমের যুবনেতা শতরূপ ঘোষের বিলাসবহুল গাড়ি নিয়েও বিতর্কের ঝড় ওঠে। সেই সময় আলিমুদ্দিন অবশ্য শতরূপকে পদ থেকে সরায়নি। বরং পাশে দাঁড়ায়। সিপিএমের রাজ্য দফতরের বসেই গাড়ি নিয়ে সাফাই দেন শতরূপ। তবে কারণ না জানাতে পেরে কুৎসিত ব্যক্তি আক্রমণের পথে হাঁটেন শতরূপ। যা নিয়ে তার বিরুদ্ধে মামলাও হয়। তবে, এখনও স্বপদে বহাল আছেন শতরূপ। বিভিন্ন টিভি চ্যানেলে সিপিএমের মুখ হয়ে যান তিনি। তবে, কেরালার সিপিএম সেই রাস্তায় হাঁটেনি। অভিযোগ পেয়েই পদ থেকে সরানো হল অনিলকে।

Related articles

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এসএসসির! চাকরিপ্রার্থীদের শুভেচ্ছাবার্তা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা। কমিশন জানিয়েছে, প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীকে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য...

রেকর্ড আয়েই নতুন উৎসাহে ফিরল বেঙ্গল সাফারি পার্ক

রেকর্ড আয়ের হাত ধরে নতুন উদ্যমে ভরপুর হয়ে উঠেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের...

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...
Exit mobile version