Saturday, November 8, 2025

নজিরবিহীন! বসিরহাটের ৪ ব্লকে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়াল হাইকোর্ট

Date:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। শুক্রবার বসিরহাটের (Basirhat) ৬০ বিজেপি প্রার্থীর মনোনয়নের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিল আদালত। তবে হাই কোর্ট এদিন সাফ জানিয়েছে, এবার আর বিডিও অফিসে নয়, ওই ৬০ প্রার্থী মনোনয়ন পেশ করবেন মহকুমা শাসকের দফতরে। আর তাঁদের সবরকম সহায়তা করতে হবে বসিরহাটের পুলিশ সুপারকে। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) এমনই নির্দেশ দিয়েছেন। আগামী ১৯ জুন এই মামলার পরবর্তী শুনানি।

মনোনয়ন জমা দিতে না পেরে এই ৬০ বিজেপি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এরপরই তড়িঘড়ি এই বিষয়ে পদক্ষেপ করে আদালত। তবে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ওই বিজেপি (BJP) প্রার্থীদের বিডিও অফিস নিয়ে গিয়ে কেন মনোনয়ন জমার (Nomination File) যথোপযুক্ত বন্দোবস্ত করেনি পুলিশ? এমনই অভিযোগ তোলেন প্রার্থীরা। তারপরই কড়া পদক্ষেপ হাইকোর্টের।

শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এদিন স্পষ্ট জানিয়েছেন, বসিরহাটের চারটি ব্লকের ৬০ বিজেপি প্রার্থী শুক্রবার বিকেল ৪টের মধ্যে মনোনয়ন পেশ করতে পারবেন। সন্দেশখালি ১ ও ২ নং ব্লক, মিনাখাঁ, ন্যাজাট ও হাড়োয়ার ৬০ বিজেপি প্রার্থী মহকুমা শাসকের দফতরে গিয়ে তাঁদের মনোয়নপত্র জমা দিতে পারবেন। পাশাপাশি এদিন বিচারপতি সিনহা নির্দেশ দেন, বিকেল ৪টের মধ্যে যাঁরা মহকুমা শাসকের দফতরে যাবেন তাঁদের মনোনয়ন জমা নিতেই হবে।

তবে এদিন হাইকোর্টের রায় প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, হাইকোর্টে যদি বিরোধীদের একটা কাউন্টার করে দেওয়া হত তাহলে সুবিধা হত। আমি মহামান্য আদালতকে অনুরোধ করব দয়া করে মহামান্য বিচারপতি এজলাসে দরজা খুলে বসে থাকুন। ওটাই বিরোধীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার জায়গা হোক এবং গুনে দেখুন বিরোধীরা ঠিক কতজন প্রার্থী দিতে পারেন। পাশাপাশি কুণাল জানান, হাইকোর্ট পারলে এই অর্ডার দিয়ে দিক যেখানে বিজেপি প্রার্থী পাবে না সেখানে কাউকে না কাউকে বিজেপির প্রার্থী হতেই হবে।

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version